ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ভারতীয় দল দুরন্ত ফর্মে ছিল। তরুণ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট ভক্তরা। এরপর ভারতীয় দল এশিয়া কাপের (Asia Cup 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মাঠে নামবে। ২০২৬ সালের টি-টোয়েন্টি (T20 WC) বিশ্বকাপকে সামনে রেখে এই টুর্নামেন্ট ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে এই বছর অক্টোবরের শেষের দিকে অস্ট্রেলিয়ার (IND vs AUS) মাটিতে ভারতীয় দল ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে। এবার এই সিরিজের জন্য ভারতীয় দলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: অধিনায়ক রোহিত, ভরসা বিরাট-রাহুল, ইংল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য প্রকাশ্যে এলো ভারতীয় দল !!
অধিনায়ক হার্দিক পান্ডিয়া-

রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন। ফলে ওডিআই ফরম্যাট থেকেও তিনি অবসর ঘোষণা করবেন বলে জল্পনা তৈরি হয়েছে। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) সময় এই তারকা ব্যাটসম্যানের বয়স হবে ৪০ বছর। ফলে ওই বয়সে তিনি কতটা শারীরিকভাবে ফিট থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন তা নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন কর্মকর্তারা।
ফলে ২০২৭ বিশ্বকাপের আগে নতুন করে ওডিআই দল গোছানোর কাজে নামছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে ওডিআই সিরিজে রোহিত শর্মার (Rohit Sharma) বদলে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্ব দিতে দেখা যাবে। তারকা এই অলরাউন্ডার এর আগে ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচে অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে ৯৪ টি ওডিআই ম্যাচে ১৯০৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৯১ টি উইকেট তুলে নিয়েছেন।
সহ অধিনায়ক অক্ষর প্যাটেল-

ভারতের অন্যতম অভিজ্ঞ স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel)। তিনি ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের অবদান রেখেছেন। এই বছর আইপিএলে (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ৫ ম্যাচে ১০৯ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নেন ৫ টি উইকেট তুলে নেন অক্ষর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফর্মেন্স সমর্থকদের মন ছুঁয়ে যায়। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ৪৭ রানের ইনিংস খেলেছিলেন।
উল্লেখ অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কারণ এশিয়া কাপের (Asia Cup 2025) পর ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে ভারতের দুই ম্যাচে টেস্ট সিরিজ রয়েছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই দলে শুভমান গিল (Shubman Gill), ঋষভ পান্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মতো তারকাদের দেখা যাবে না।
ভারতের সম্ভাব্য ওডিআই স্কোয়াড-
যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রুতুরাজ গায়কোয়াড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মুকেশ কুমার, রবি বিষ্ণোই