IRE vs IND: আয়ারল্যান্ড সিরিজে হার্দিক পান্ডিয়াকে দেওয়া হবে বিশ্রাম, এই প্লেয়াকে দেওয়া হবে দলের দায়িত্ব !! 1

Hardik Pandya: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা জয় দিয়েই শুরু করলো টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) ১-০ ব্যাবধানে টেস্ট সিরিজ জয়লাভ করলো। এবার টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ ওডিআই সিরিজ ও টি টোয়েন্টি সিরিজ। ওডিআই সিরিজকে ভিত্তি করেই এবছরের বিশ্বকাপ দল গঠন করবে টিম ইন্ডিয়া। আগামী ২৭ জুলাই থেকে ১৩ আগস্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। এরপর আবার ভারতকে আয়ারল্যান্ডে (IRE vs IND) তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ১৮, ২০ এবং ২৩ আগস্ট খেলতে হবে।

Read More: WC 2023: “ওদের উচিত জেতার…” প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের মতে এই দেশ জিতবে এবারের বিশ্বকাপ !!

বিশ্রাম দেওয়া হবে পান্ডিয়াকে

Hardik Pandya,
Hardik Pandya | Image: Getty Images

এত আয়ারল্যান্ড সিরিজের পর শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2023)। এশিয়া কাপ কেটে গেলেই অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। পাশাপাশি, এবছর অক্টোবর মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ (WC 2023)। আর বিশ্বকাপের দিকে নজর রেখে, এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এমনকি, রোহিত শর্মার ডেপুটি হিসাবেও দেখা যেতে পারে হার্দিককে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ দল খেলতে চলেছে। তবে, আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে বিশ্রামে দেওয়া হতে পারে ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)।

আয়ারল্যান্ড সফরে ক্যাপ্টেন হবেন এই তুর্কি

Hardik Pandya and Suryakumar
Hardik Pandya and Suryakumar Yadav | Image: Getty Images

আসলে বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে বিসিসিআই চাইবে টিম ইন্ডিয়ার এই ম্যাচ উইনার অলরাউন্ডারকে একেবারে সুস্থ অবস্থায়। হার্দিক একজন ইমপ্যাক্টফুল প্লেয়ার। তবে, তার শারীরিক অবস্থা এবং এশিয়া কাপ ও বিশ্বকাপে তার গুরুত্বের উপর নজর দিয়ে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব অন্য প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হবে। আর রি সফরে, ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দলের এই ইনফর্ম ব্যাটসম্যানকে দেওয়া হবে, আসলে বর্তমান টি টোয়েন্টি দলের সহঅধিনায়ক হলেন স্কাই এবং তাকেই দেওয়া হতে পারে আসন্ন সিরিজে নেতৃত্বের দায়িত্ব। এর আগে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ও ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার।

Read Also: পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে হারতে বড় অঙ্কের টোপ অফার দাউদ ইব্রাহিমের, হলো চাঞ্চল্যকর খোলাসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *