জেসমিনের সাথে ব্রেকআপের পর নতুন এই মডেলের সঙ্গে ডেটিং করছেন হার্দিক, চর্চায় রহস্যময়ী !! 1

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ভারতের অন্যতম তারকা অলরাউন্ডার। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে তাকে ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন সময় বিতর্কের মধ্যে থাকতে দেখা যায়। সাম্প্রতিক সময় তার নাতাশা স্ট্যানকোভিচের (Natasha Sankovitch) সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনা সামনে এসেছিল। এর মধ্যেই জনপ্রিয় ব্রিটিশ ব্যক্তিত্ব জেসমিন ওয়ালিয়ার (Jesmin Walia) সঙ্গে হার্দিকের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। এবার মডেল মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে নাম জড়ালো হার্দিকের। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা চলছে।

Read More: দাবি না মানায় বয়কটের ঘোষণা PCB’এর, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !!

মাহিকার সঙ্গে ডেট হার্দিকের-

জেসমিনের সাথে ব্রেকআপের পর নতুন এই মডেলের সঙ্গে ডেটিং করছেন হার্দিক, চর্চায় রহস্যময়ী !! 2
Hardik Pandya and Mahika Sharma | Images: Twitter

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বিবাহ বিচ্ছেদের পর আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে চুটিয়ে প্রেম পর্ব চালাচ্ছেন। সেই খবর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চায় রয়েছে। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচের (Natasha Sankovitch) বিবাহ হয়। তবে চার বছরের সম্পর্কে শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। এরপরই এই তারকা ক্রিকেটারের সঙ্গে গায়িকা জেসমিন ওয়ালিয়ার (Jesmin Walia) সম্পর্কের ঘটনা প্রকাশ্যে চলে আসে। তবে এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।

এর মধ্যেই এবার মাহিকা শর্মার (Mahika Sharma) সাথে ডেটিং করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বলে জল্পনা তৈরি হয়েছে। মাহিকা শর্মা পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। তিনি অর্থনীতি ও ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করলেও পরে বিনোদন জগতে প্রবেশ করেন। তাকে বিভিন্ন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনেও কাজ করতে দেখা গেছে। হার্দিকের সঙ্গে মাহিকার সম্পর্কের জল্পনার সূত্রপাত হয়েছে একটি সেলফি পোস্ট থেকে। এই ছবির পিছন দিকে আবছা এক পুরুষের অস্পষ্ট ছবি দেখা যায়। সেই ছবিটি হার্দিকের মতো দেখতে বলে বলে মনে করছেন অনেকেই।

দুরন্ত ফর্মে হার্দিক-

Asia cup 2025
Hardik Pandya and Shubman Gill | Image: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দলের ভরসা হয়ে ওঠেন। এই তারকা অলরাউন্ডার ১৫ ম্যাচে ২২৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৪ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এর ফলে মুম্বাই প্লে অফে জায়গা করে নেয়। অন্যদিকে এবার তিনি ভারতীয় দলের হয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চেও প্রতিপক্ষদের ত্রাস হয়ে উঠেছেন।

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মাত্র ১ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন। তবে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ম্যাচে ৪ উইকেট সংগ্রহ করে নিয়ে হয়ে উঠেছিলেন ম্যাচ জয়ের নায়ক। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিং করার সুযোগ না পেলেও বল হাতে এই তারকা অলরাউন্ডার ৩ ম্যাচে ৩৪ রান খরচ করে মোট ১ টি উইকেট শিকার করেন।

Read Also: “বিরাটের বায়োপিক বানাবো না..”, অনুরাগ কাশ্যপের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *