২০২৫ সালের আইপিএলে (IPL 2025) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (MI vs SRH) মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ইনিংসের প্রথম ওভারেই চোটের কবলে পড়েন। প্রথম ওভারে দ্বিতীয় বল করার পরেই হার্দিক পান্ডিয়া তাঁর ফলো-থ্রুতে পড়ে যান এবং সাথে সাথেই তার গোড়ালি ধরে বসে পড়েন।
হার্দিক চোট পাওয়ার কারণে, খেলা কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিজিও সেই মুহূর্তে মাঠে ঢোকেন। আসলে, বোলিং করতে এসে হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মাকে একটি ধীর গতির বল করেন এবং পিছলে পড়েছিলেন। পরে যাওয়া মাত্রই হার্দিক তৎক্ষণাৎ তাঁর বাম গোড়ালি ধরে বসেন। হার্দিকের শারীরিক ভাষাতেই চোটের ভয়াবহতা বোঝা যাচ্ছিল। ফিজিও এসে হার্দিককে প্রাথমিক চিকিৎসা দেন এবং হার্দিক সুস্থ হয়ে ওঠেন ও তাঁর কোটার বাঁকি ওভার সম্পূর্ণ করেন।
Read More: Hardik Pandya: “চল নিকাল বেহেন#%&…” অকথ্য ভাষায় গালিগালাজ করে তিলককে মাঠ থেকে বিদায় হার্দিকের, ভাইরাল ভিডিও !!
চোট পেলেন পান্ডিয়া

চোট পাওয়ার পরও হার্দিক সানরাইজার্সের তরুণ ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মাকে (Abhishek Sharma) আউট করেন। হার্দিক অভিষেককে অফ স্ট্যাম্পের বাইরে ধীর গতির একটি বাউন্সার মারেন এবং ধীর গতির বলে অভিষেক পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে রাজ বাওয়ার হাতে ক্যাচ তুলে দেন। ২৮ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। হার্দিক চোট পেলেও, তিনি তাঁর কোটার চার ওভার বোলিং করেন। যদিও আজকের ম্যাচে বেশি রান দিয়ে ফেলেছেন মুম্বই দলের অধিনায়ক। চার ওভার বোলিং করে এক উইকেট নেন হার্দিক এবং ৪২ রান দিয়ে ফেলেন। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদ ৫ উইকেটে ১৬২ রান বানাতে সক্ষম হয়।
এই প্রথম হার্দিক পান্ডিয়া বোলিং করার সময় চোট পেয়েছেন তা নয়, আগেও একাধিকবার বোলিং করতে গিয়ে চোট লেগেছে হার্দিকের। ২০১৮ সালের এশিয়া কাপ চলাকালীন কোমর ভেঙেছিল হার্দিকের। এরপর ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে পা মুচকে গিয়েছিল পান্ডিয়ার, যার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকেও গিয়েছিলেন তিনি। যদিও আজকের চোটটি গুরুতর নয়, যে কারণে হার্দিককে তার কোটার পুরো ওভার বোলিং করতে দেখতে পাওয়া গিয়েছে।