Hardik Pandya: আর মাত্র একটি ম্যাচ, পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে টিম ইন্ডিয়া। ৪ঠা মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাস্ত করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। মেগা সেমিফাইনালে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে ভারত। বিরাট কোহলির (Virat Kohli) পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতীয় দলকে মাথাচাড়া দিয়ে উঠেছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) চোট।
চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে হার্দিক পান্ডিয়া পায়ে চোট পান। যদিও, হার্দিক পান্ডিয়া চোট নিয়েই কালকের ম্যাচে রুদ্ধশ্বাস ব্যাটিং করেছেন। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দল ২৬৪ রান বানাতে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে স্টিভেন স্মিথ ৭২ এবং আলেক্স ক্যারির ৬১ রানের ইনিংসে ভারতের সামনে সম্মান জনক স্কোর রাখে। ভারতের হয়ে চেজ মাস্টার বিরাট কোহলি (Virat Kohli) ৯৮ বলে ৮৪ রান করেন। তাছাড়া, অজিদের বিরুদ্ধে এই রান চেজে, রোহিত শর্মা (২৮), শ্রেয়স আইয়ার (৪৫), অক্ষর প্যাটেল (২৭), কেএল রাহুল (৪২*) এবং হার্দিক পান্ডিয়া (২৮) মূল্যবান অবদান রাখেন।
ফাইনালের আগে হার্দিককে নিয়ে বাড়লো চিন্তা

গতকাল কঠিন সময়ে ব্যাটিং করতে এসে প্রভাবশালী ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৪ বলে একটি বাউন্ডারি এবং তিনটি ছক্কার সাহায্যে তার আক্রমণাত্মক ২৮ রান ম্যাচের গতি বদলে দেন। শেষের দিকে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের উপর প্রচণ্ড চাপ তৈরি করে। তবে ৪৭ তম ওভারে রান নিতে গিয়ে চোট পান হার্দিক। ৪৭তম ওভারে অ্যাডাম জাম্পা যখন একটি শর্ট লেগ-স্পিন ডেলিভারি করেন, তখন ঘটনাটি ঘটেছিল। পান্ডিয়া বলটি এক্সট্রা কভারের দিকে মারেন।
দুই রান নিতে চাইলেও বলটি ধরে ফিল্ডার জলদি হার্দিক পান্ডিয়ার প্রান্তে ছুড়ে দেন। তখন রাহুল তাকে ঝুঁকিপূর্ণ রান নিতে বারণ করেন এবং হার্দিক ফিরে যেতেই তা পা মুচকে যায়। রাহুলের কল শুনে হঠাৎ থেমে যান হার্দিক এবং তখন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। পায়ে ব্যাথা নিয়ে ৪৮তম ওভারে নাথান এলিসের শিকার হবে তিনি। তবে তার আগেই দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ভারতের জয় প্রায় সুনিশ্চিত করে দিয়েছিলেন হার্ড হিটার পান্ডিয়া। পরে অবশ্য অতিরিক্ত প্রচেষ্টায় নিজের উইকেট হারিয়ে ফেলেন তিনি। সূত্রের খবর, হার্দিকের চোট এখন প্রায় ঠিক আছে। খেলা চলাকালীন চোট পেলেও তিনি এখন সুস্থ রয়েছেন এবং মেগা ফাইনালে তাকে খেলতে দেখা যাবে।