হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গার্ল ফ্রেন্ডের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিলেন হার্দিক পান্ডিয়া, নিমেষে ভাইরাল ভিডিও !! 1

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আউট হতেই পাঁচ নম্বরে নেমে শুরু থেকেই ভয়ডরহীন আক্রমণ শুরু করেন। প্রথম বলেই এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকান যা গিয়ে সোজা ধাক্কা লাগে মাঠের পাশের ক্যামেরাম্যানের গাঁয়ে। তারপর আর থামেননি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশেষ করে জর্জ লিন্ডের শেষ ওভারে যেন ঝড় উঠল ব্যাটে – দুটি চার আর দুটি ছক্কায় ২৭ রান তুলে নেন একাই। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) বেশ আগ্রাসী একটি সূচনা দেন।

দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকালেন হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Twitter

ওপেনিং জুটিতে ৬৩ রান তুলে ফেলে ভারত। সঞ্জু ও স্কাই আউট হলেও রানের গতি ধরে রাখেন পান্ডিয়া। মাত্র ১৬ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন হার্দিক। আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় দ্রুততম ফিফটি ছিল এটি। এরপর বাউন্ডারি ও ওভার বাউন্ডারির বন্যায় পৌঁছে যান ৬৩ রানে। ২৫ বলে বিধ্বংসী এই ইনিংসটি খেলেন হার্দিক পান্ডিয়া। নিজের মাইলফলক ছুঁয়ে প্রিয় বান্ধবী মহেকা শর্মার দিকে ব্যাট তুলে ইশারায় উদযাপন করতে দেখা যায় তাঁকে – গ্যালারিতেও ছিল উচ্ছ্বাসের ঢেউ। হার্দিকের সাথে তিলক ভার্মার ধ্বংসাত্মক ব্যাটিংয়ে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ২৩১ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া।

Read Also: শুভমানের চোট ঈশান কিষানের জন্য আশীর্বাদ, SMAT-এ দাপট দেখিয়ে জাতীয় দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *