IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএলের অন্যতম সফল দল হওয়া সত্বেও বর্তমানে তারা একের পর এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। গত বছর পয়েন্ট তালিকায় একেবারে নিচে শেষ করার পর এই বছর আইপিএলেও এখনও পর্যন্ত জয়ের মধ্যে ফিরতে পারেনি তারা। গতকাল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ৩৬ রানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এবার এই ম্যাচে স্লো ওভার রেটের অপরাধে তাকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করলো বিসিসিআই (BCCI)।
আর্থিক জরিমানা হার্দিক পান্ডিয়ার-

গত বছর আইপিএলে স্লো ওভার রেটের অপরাধে এই বছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিষিদ্ধ করা হয়। ফলে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেতৃত্ব দিয়েছিলেন। গতকাল তিনি মুম্বাই একাদশে ফিরে গুজরাট টাইটান্সের বিপক্ষে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন। এই বছর তিনি নতুন আত্মবিশ্বাসে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে ভক্তরা মনে করেছিল। কিন্তু গুজরাটের বিপক্ষে ৩৬ রানে হেরে হার্দিকের (Hardik Pandya) অধিনায়কত্ব নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এর মধ্যেই এই বছর আইপিএলের প্রথম স্লো ওভার রেটের অপরাধে দোষী সাব্যস্ত হলেন মুম্বাই অধিনায়ক। ফলে তাকে বিসিসিআই ১২ লক্ষ টাকা জরিমানা করেছে। উল্লেখ্য নতুন নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের অপরাধে আর কোনো অধিনায়ককে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হবে না। তার পরিবর্তে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে এবং ৩৬ মাস সেই অধিনায়ক পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।
ধারাবাহিক ব্যর্থতায় কোণঠাসা মুম্বাই-

এই বছর আইপিএলের প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামে। চেপক স্টেডিয়ামে এই ম্যাচে ৪ উইকেটে পরাজিত হয় মুম্বাই। স্লো পিচে টপ অর্ডার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। ফলে প্রথম ইনিংসে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় সূর্যকুমাররা। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে সহজেই চেন্নাই দুরন্ত জয় ছিনিয়ে নেয়। গতকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে গুজরাট টাইটান্সের (GT) হয়ে ওপেনিং করতে নেমে সাই সুদর্শন (Sai Sudharsan) এবং শুভমান গিল (Shubman Gill) দুরন্ত ব্যাটিং শুরু করেন। সাই সুদর্শনের ব্যাট থেকে ৪১ বলে ৬৩ রান এবং অধিনায়কের ব্যাট থেকে ২৭ বলে ৩৮ রান আসে। এরপর জস বাটলারের ২৪ বলে ৩৯ রানে ভর করে গুজরাট প্রথম ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ফেরেন মাত্র ৮ রানে। অধিনায়ক হার্দিক করেন মাত্র ১১ রান। একমাত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২৮ বলে ৪৮ রান করে লড়াই চালান। তবে শেষ পর্যন্ত ৩৬ রানে পরাজিত হয় মুম্বাই।