দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট সারিয়ে কমব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরতে প্রস্তুত এই তারকা। তার ফর্মে থাকা সব সময় দলকে ভরসা দেয়। তার অভিজ্ঞতা সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) অসংখ্য ম্যাচে সফলতা এনে দিয়েছে। কটকে এইডেন মার্করামদের (Aiden Markram) বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সোশ্যাল মিডিয়ার চাঞ্চল্যকর পোস্ট করলেন হার্দিক পান্ডিয়া। বান্ধবী মাহিকা শর্মার অশ্লীলভাবে ছবি তোলায় সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
Read More: “ব্যাটে-বলের বাজিমাত..”, ১০১ রানে দঃ আফ্রিকাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ ভারতীয় দলকে !!
হার্দিকের ক্ষোভ প্রকাশ-

হার্দিক পান্ডিয়ার সঙ্গে মাহিকা শর্মার (Mahika Sharma) একাধিক রোমান্টিক ছবি মাঝেমধ্যে চর্চায় উঠে আসে। প্রকাশ্যেই তাদের প্রেমের সম্পর্ক এগিয়ে চলেছে। ফলে এই জনপ্রিয় মডেলকে নিয়েও মাতামাতি কম হচ্ছে না। মঙ্গলবার বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় পাপারাজ্জিরা তার অশ্লীল ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই ভিডিওতে মাহিকা শর্মার স্পষ্ট অন্তর্বাসের ছবি দেখা যাচ্ছিল। এই বিষয়টি হার্দিক পান্ডিয়া একেবারেই মেনে নিতে পারেননি।
তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে রীতিমতো সরব হয়েছেন। এই তারকা অলরাউন্ডার লেখেন, “আমাদের দিকে সব সময় চোখ থাকে। আমরা এই জীবনটাকে বেছে নিয়েছি। কিন্তু আজ যা হয়েছে তা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। মাহিকা শুধু বান্দ্রার একটা রেস্তোরাঁর সিঁড়ি দিয়ে নামছিল। সেই সময় পাপারাজ্জিরা ঠিক এমন কোণ থেকে ছবি তুলেছে যা কোনো মহিলাই মেনে নিতে পারেন না। একটা ব্যক্তিগত মুহূর্তকে সস্তায় সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হল।”
হার্দিক আরও লেখেন, “কে কোন ছবি তুলছে সেটার থেকেও বড়ো বিষয় হলো অন্যকে সম্মান করা। মহিলাদের মর্যাদা পাওয়ার অধিকার আছে। প্রতিটি বিষয়ের একটা সীমা থাকা উচিত। মিডিয়ার ভাইরা যারা প্রতিদিন কষ্ট করে কাজ করে আমি তাদের সব সময় সহযোগিতা করি এবং সম্মান করি। কিন্তু তাদের সকলকে আমি অনুরোধ করছি যে একটু সচেতন হও। সব মূহুর্ত ক্যামেরা বন্দি করার দরকার নেই। প্রতিটা কোণ থেকে ছবি তোলার দরকার নেই। এই কাজগুলিতে একটু মানবিক হওয়া প্রয়োজন আছে। ধন্যবাদ।”
দুরন্ত ফর্মে হার্দিক পান্ডিয়া-

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবরা মাঠে নামে। এই ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে শুভমান গিলরা (Shubman Gill)। কিন্তু টপ অর্ডারে একের পর এক উইকেট হারিয়ে ফেলে দল চাপের মুখে পড়ে যায়। গিল ৪ রানে এবং অভিষেক (Abhishek Sharma) ১৭ রানে মাঠ ছাড়েন। সূর্যকুমারের ব্যাট থেকে আসে মাত্র ১২ রান।
এইরকম চাপের মুখে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং’এ ঘুরে দাঁড়ায় ভারত। এই তারকার ব্যাট থেকে আসে ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস। ৬ চার এবং ৪ টি ছক্কা হাঁকান। এই রানের ওপর ভর করে ব্লু ব্রিগেডরা ১০১ রানে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের সেরা নির্বাচিত হন হার্দিক।