ইংল্যান্ড সফরে এই তারকার অভাব অনুভব করছে ভারত, কিন্তু মাথা নত করতে প্রস্তুত নন গম্ভীর !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে আসার পর দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। তার তত্ত্বাবধানে এই বছর ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মতো আইসিসির (ICC) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দল হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। গম্ভীরের (Gautam Gambhir) লাল বলের ক্রিকেটে কৌশল নিয়েও একাধিক প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বর্তমানে চলতি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও পিছিয়ে আছে ভারতীয় (IND vs ENG) দল। এর সঙ্গেই চোট সমস্যা প্রধান মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভমান গিলদের। ফলে বর্তমানে টেস্ট দলে যদি এই তারকা ক্রিকেটার থাকতেন তাহলে অনেকটাই আত্মবিশ্বাস পেতো ব্লু ব্রিগেডরা।

Read More: ম্যানচেস্টারে শুভ সূচনা ভারতের, দুরন্ত ব্যাটিং করলেন যশস্বী-সুদর্শন !!

২-১ ব্যবধানে পিছিয়ে ভারত-

ইংল্যান্ড সফরে এই তারকার অভাব অনুভব করছে ভারত, কিন্তু মাথা নত করতে প্রস্তুত নন গম্ভীর !! 2
IND vs ENG | Images: Getty Images

নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) প্রথম থেকেই ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ ৩ ম্যাচেই চোখে চোখ রেখে লড়াই করেছে ব্লু ব্রিগেডরা। কিন্তু প্রথম টেস্টে ভারতীয় দল ৫ উইকেটে পরাজিত হয়। তবে এই ম্যাচে গিল (Shubman Gill) প্রথম ইনিংসে ১৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। এছাড়াও ঋষভ পান্থ (Rishabh Pant) দুই ইনিংসেই শতরান হাঁকিয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন। এরপর দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে একের পর এক রেকর্ড গড়েন ভারতীয় দলের নতুন অধিনায়ক।

এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান তুলে নেন। ফলে ৩৩৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় ভারত। কিন্তু তৃতীয় ম্যাচে লর্ডসের মাঠে আবারও ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে হারের সম্মুখীন হয় তারা। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ব্যাট হাতে অবিশ্বাস্য লড়াই চালালেও শেষ পর্যন্ত ২২ রানে জয় তুলে নেয় বেন স্টোকসরা (Ben Stokes)। ফলে ম্যানচেস্টারে চলতি চতুর্থ ম্যাচ শুভমান গিলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পরাজিত হলে সিরিজ হাতছাড়া করবে ব্লু ব্রিগেডরা‌।

হার্দিকের অভাব অনুভব করছে দল-

ইংল্যান্ড সফরে এই তারকার অভাব অনুভব করছে ভারত, কিন্তু মাথা নত করতে প্রস্তুত নন গম্ভীর !! 3
Hardik Pandya | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ভারতীয় (IND vs ENG) দলে দীর্ঘদিন পর করুণ নায়ারকে (Karun Nair) ফিরিয়ে এনেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এছাড়াও সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ তারকাকে সুযোগ দিয়েছে বিসিসিআই (BCCI)। কিন্তু সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) টেস্ট দলে ডাক পাননি। ফিটনেসের কারণে এই তারকা অলরাউন্ডার লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন বলে জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি তিনি নিজের ফিটনেসের দিক থেকে অনেকটাই উন্নতি করেছেন।

তারপরও গৌতম গম্ভীর (Gautam Gambhir) এইরকম অভিজ্ঞ ক্রিকেটারকে ভারতীয় টেস্ট দলে জায়গা দেননি। উল্লেখ্য হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দেশের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন। এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে ১১ টি টেস্ট ম্যাচে মোট ৫৩২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১৭ টি উইকেট তুলে নিয়েছেন। উল্লেখ্য এই বছর আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে এই তারকা অলরাউন্ডার ১৫ ম্যাচে ২২৫ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৪ টি উইকেট সংগ্রহ করে নেন।

Read Also: শুভ শুরুয়াত হলো না গিলের, ইংল্যান্ডের মাটিতে গড়লেন লজ্জার পাহাড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *