আইপিএলের দুই জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং চেন্নাই সুপার কিংস (CSK) দুই দল ৫টি করে শিরোপা জয় করেছে। দুই দলের কাছেই রয়েছে দশটি শিরোপা। আইপিএল এবার ১৮ তম মৌসুমে পা দিয়েছে। তবে অর্ধেকের বেশি ট্রফি এই দুই ফ্রাঞ্চাইজির কাছেই রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স গত মৌসুমে টেবিলের একেবারেই শেষ স্থানে অভিযান সমাপ্ত করেছিল। ১৪ টি ম্যাচের মধ্যে কেবলমাত্র ৪ টি ম্যাচে জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পারফরমেন্সের উপর উঠেছিল প্রশ্ন। তবে আবারও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপরে ভরসা দেখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
চেন্নাই ম্যাচে বাদ হার্দিক পান্ডিয়া

মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলের নিলামের আগে ৫ জন খেলোয়ারদের রিটেন করেছিল। তার মধ্যে হার্দিক পান্ডিয়া ছিলেন অন্যতম। মুম্বাই ইন্ডিয়ান্স দলের নতুন কোচ হিসেবে আবার নিয়োগ করা হয়েছে মহেলা জয়বর্ধনকে (Mahela Jayawardene)। গত তিনটি মৌসুমে দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারের উপরেই ভরসা রেখেছিল মুম্বাই ম্যানেজমেন্ট। তবে বাউচারের নেতৃত্বে মুম্বাইয়ের ফলাফল আশানুরূপ হয়নি। যে কারণে আবার মহেলা জয়বর্ধনেকে ফিরিয়ে এনেছে ফ্রাঞ্চাইজিটি। নিলামের সময় স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে জয়বর্ধনে জানিয়ে দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ২০২৫ সালের অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
Read More: IPL 2025: ৩ টি শক্তিশালী দিক যার জন্য পাঞ্জাব কিংসের হাতে উঠবে আইপিএল ট্রফি !!
যদিও প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে না। ২০২৪ সালের আইপিএল চলাকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কেবলমাত্র চারটি ম্যাচে জয় পেয়েছিল। মুম্বাইয়ের পারফরমেন্স আশানুরূপ ছিল না যে কারণে হার্দিকের দলে টিকে থাকার বিষয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি গত মৌসুমে তিনটি ম্যাচে সঠিক সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে পারেননি হার্দিক। আইপিএলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস সমাপ্ত করতে না পারলে অধিনায়কের ফাইন হয় তার পাশাপাশি এই ঘটনা যদি তিনবার ঘটে তাহলে অধিনায়ককে ব্যান করা হয়। গতবার তৎকালীন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) ব্যান করেছিল আইপিএল কতৃপক্ষ।
MI-এর অধিনায়ক বাছাই করে নিলেন হার্দিক

আইপিএল ২০২৪-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ সমাপ্তি না করতে পারায় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৩০% জরিমানা করা হয়েছিল পাশাপাশি এক ম্যাচে তাকে ব্যান করাও হয়েছিল। যেহেতু লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচটি মুম্বইয়ের শেষ ম্যাচ ছিল তাই হার্দিককে এবারের প্রথম ম্যাচে ব্যান থাকতে হবে। তাহলে কে নেতৃত্ব দেবেন মুম্বইয়ের? ২৩ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স (MI) তাদের প্রথম ম্যাচটি চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে নামতে চলেছে।
এই ম্যাচে পাওয়া যাবে না হার্দিক পান্ডিয়াকে। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ক্যাপ্টেন্সির বিষয়ে মুখ খুলে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “এটা দুর্ভাগ্যজনক, কিন্তু নিয়ম মেনেই সবকিছু করতে হবে। গত বছর শেষ ম্যাচে ১-২ মিনিট দেরি হয়েছিল, তখন এবিষয়ে বেশি সচেতন ছিলাম না। নিয়ম যখন রয়েছে তখন সেটা মানা ছাড়া আর তো কোনো উপায় নেই। এই বছর এই নিয়ম থাকবে কিনা তার সিদ্ধান্ত বোর্ডই নেবে।” সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী হার্দিক, মন্তব্য করে তিনি বলেন, “সূর্যকুমার জাতীয় দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। আইপিএলের প্রথম ম্যাচে অধিনায়কত্ব করার যোগ্য বিকল্প উনি।”