নিজের ক্রিকেট দক্ষতা ছাড়াও টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তার দুর্দান্ত স্টাইলের কারণে প্রতিনিয়ত খবরের শিরোনামে রয়েছেন। হার্দিক পান্ডিয়ার স্ত্রীর নাম নাতাশা স্ট্যানকোভিচ। হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন।
এ ছাড়া দুজনের প্রেমের গল্পও কোন ছবির গল্পের চেয়ে কম নয়। তবে হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে এই ভিডিওতে হার্দিক পান্ডিয়ার পরিবারের অন্য সদস্যদেরও দেখা যাচ্ছে।
Read More: ভারতীয় দলের তারকা হয়েও আক্ষেপ যুজবেন্দ্র চাহালের, অবসরের আগে করতে চান পূরণ !!
ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
![ঔদ্ধত্য মাটিতে পা পড়ছে না হার্দিকের, জলের মতো খরচ করছেন টাকা !! দেখুন ভাইরাল ভিডিও 2 Hardik Pandya](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/06/Screenshot-2023-06-19-132847.png)
সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে, পাংখুরি শর্মা হার্দিকের কাছ থেকে জুতা চুরির আচার দাবি করেছেন। এর পর টিম ইন্ডিয়ার অলরাউন্ডার প্রশ্ন করেন কত টাকার প্রয়োজন? এই প্রশ্নের উত্তরে, পাংখুরি শর্মা হার্দিকের কাছে ১ লক্ষ টাকা দাবি করে… তারপর হার্দিক পান্ডিয়া কার্তিককে টাকা ট্রান্সফার করার জন্য ফোন করে। প্রথমে হার্দিক বলেন দুই লাখ, তার পর বলেন আমি পাঁচ লাখ এক টাকা দিচ্ছি। এভাবেই চাহিদার থেকে ৫ গুণ বেশি টাকা দেন হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। এ ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রতিনিয়ত কমেন্ট করে তাদের মতামত দিচ্ছেন।
দেখুন সেই ভিডিও:
Ameeri ho to aisi ho. Hardik Pandya jitna ameer hona hai life me pic.twitter.com/qyHvfkxFWq
— CS Rishabh (Professor) (@ProfesorSahab) June 18, 2023
হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবার ফাইনালে হেরে যায়
![ঔদ্ধত্য মাটিতে পা পড়ছে না হার্দিকের, জলের মতো খরচ করছেন টাকা !! দেখুন ভাইরাল ভিডিও 3 hardik Pandya](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/05/IPL-2023-98.jpg)
সম্প্রতি, হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২৩ মরশুমে দেখা যায়। হার্দিক পান্ডিয়া আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস আইপিএল ২০২৩ মরশুমে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে যায়।
কিন্তু শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাদের। তবে এর আগে গুজরাট টাইটান্স আইপিএল ২০২৩ মরশুমের ট্রফি জিতে নেয় গুজরাট ব্রিগেড। উল্লেখ্য, আইপিএলের আঙিনায় এর আগে হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন ধরে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন।