খোলামেলা পোশাকে বড়দিন পালন হার্দিক-মাহিকার, সমাজ মাধ্যমে ভাইরাল ছবি !! 1

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মানেই মাঠে আগ্রাসন, আত্মবিশ্বাস আর আলাদা স্টাইল। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের তারকা এই অলরাউন্ডার। শুধু মাঠের পারফরম্যান্স নয়, তবে বর্তমানে তাঁর নাম শুধু ক্রিকেট পারফরম্যান্স নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে চর্চায়। বড়দিনের রাতে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে বেশ উপভোগ করতে দেখতে পাওয়া গেল হার্দিককে। ক্রিসমাস সেলিব্রেশনের পর দু’জনকে একসঙ্গে দেখে সমাজ মাধ্যমে বেশ শোরগোল পরে গিয়েছে।

প্রেমিকার সাথে বড়দিন উদযাপন হার্দিকের

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya and Mahika Sharma | Image: Twitter

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা উৎসবমুখর সাজে দাঁড়িয়ে আছেন। দু’জনেই হাস্যোজ্জ্বল ও স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। হার্দিক লাল রঙের ক্রিসমাস থিমের সোয়েটার পরেছেন, যেখানে সাদা রঙের হরিণ ও তুষারফুলের নকশা রয়েছে। তাছাড়া নিচে গাঢ় রঙের প্যান্ট ও সাদা জুতো পরে রয়েছেন। অন্যদিকে, মাহিকা সবুজ রঙের ঝলমলে, শর্ট ড্রেস পরেছেন, তাদের এই সাজ সমাজ মাধ্যমে বেশ নজর কেড়ে নিয়েছে। পাশাপশি, মাথায় সান্তা টুপি থাকায় ক্রিসমাসের আবহ আরও স্পষ্ট হয়ে উঠেছে।  ব্যক্তিগত জীবনে মাহিকার আগমন যে হার্দিকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে, তা তিনি নিজেই স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক প্রকাশের পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারে মাহিকাকে মানসিক শক্তির উৎস হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

মাঠে দুরন্ত ছন্দে হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Twitter

অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার মাঠের পারফরম্যান্সেও সেই ইতিবাচক মানসিকতার প্রভাব স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কটকে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২৮ বলে ৫৯ রান করে তিনি প্রতিপক্ষ বোলারদের কার্যত ধ্বংস করে দেন। এরপর আহমেদাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আরও আগ্রাসী রূপে ধরা দেন হার্দিক। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করে মাত্র ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তাছাড়া, সেই ম্যাচে ২৫ বলে ৬৩ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। এমনকি, পাঁচটি চার ও পাঁচটি ছক্কা মারার পর গ্যালারিতে বসে থাকা মাহিকার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন হার্দিক যা মুহূর্তেই ভাইরাল হয়। আপাতত সমাজ মাধ্যমে হার্দিক ও মাহিকা জুটি সুপার হিট।

Read Also: ফিট হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেবেন নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *