IPL 2025: গতকাল আইপিএল ২০২৫-এর ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বাধীন লখনৌ দল এই মৌসুমে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল। তবে গতকাল ম্যাচে দেখা গিয়েছে এক বিরল ঘটনা, মুম্বাই ইন্ডিয়ান্স দলের তারকা ব্যাটসম্যান তিলক বার্মাকে রিটায়ার্ড আউটের শিকার হতে হল। গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ২০৩ রান বানিয়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। যে রান তাড়া করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে মুম্বাই।
রিটায়ার আউট হন তিলক

তবে, পরে খেলা আবার মুম্বইয়ের দিকর ঘুরে গিয়েছিল। ক্রিজে উপস্থিত থাকা মুম্বাই ইন্ডিয়ান্স দলের সহ অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক বার্মা। সূর্যকুমারের ব্যাট থেকে স্কোরিং শট দেখতে পাওয়া গেলেও তিলক বার্মা দ্রুত রান বানাতে ব্যর্থ হচ্ছিলেন। ২৩ বলে ২৫ রান করে ইনিংসের মাঝপথে মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে ব্যাটিংয়ে নামেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।
Read More: IPL 2025: ঔদ্ধত্বের পরিচয় দিলেন হার্দিক পান্ডিয়া, লাইভ ম্যাচে রোহিত শর্মাকে করলেন উপেক্ষা, ভাইরাল ভিডিও !!
তিলক যখন মাঠ ছাড়েন তখন দলের প্রয়োজন ছিল ৭ বলে ২৪ রানের। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হার্দিক পান্ডিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যাচ্ছে। সম্ভবত তিলকের ব্যাটিং দেখেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন হার্দিক।
১২ রানে ম্যাচ হেরে যায় মুম্বই

ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, “আমাদের জেতার জন্য বড় শটের প্রয়োজন ছিল। এমনও দিন আসে যখন আপন চেষ্টা করেন তবুও রান আসে না।” হার্দিক কারোর নাম না নিয়ে এই মন্তব্যটি করলেও এটি যে তিলকের উদ্দেশ্যে বলেছেন তা বুঝতে কারোর বাঁকি নেই। গতকাল মুম্বাইয়ের বিরুদ্ধে ১২ রানে জয় সুনিশ্চিত করেছে লখনউ দল। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তী ম্যাচটি আগামী ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর বিরুদ্ধে খেলতে চলেছে।