KKR: আসন্ন আইপিএলের আগেই বড় চর্চা শুরু হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে ২০২২ সালের পর আবার একবার শ্রীলংকার কিংবদন্তি তারকা মহেলা জয়বর্ধনে ফিরে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। ২০২৩-২৪ সালে দক্ষিণ আফ্রিকান তারকা মার্ক বাউচারের অধীনে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরমেন্সের বেশ পরিবর্তন দেখা গিয়েছিল। গত মৌসুমে পয়েন্ট টেবিলের শেষে সমাপ্ত হয়েছিল মুম্বইয়ের আইপিএল যাত্রা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইকে তিনবার আইপিএল শিরোপা জিতেছে মহেলা জয়াবর্ধনের কোচিংয়ে।
গত মৌসুমে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফিরিয়ে নিয়ে আসার পরে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তবে আবার একবার শ্রীলঙ্কান কিংবদন্তিকে দলের গুরু দায়িত্ব দেওয়ায় রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজ মাধ্যমে। প্রতিটি ফ্রাঞ্চাইজি পাঁচজন করে খেলোয়াড়দের রিটেন করতে পারবে এবং একজন খেলোয়াড়কে আইপিএলের নিলাম মঞ্চ থেকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কিনতে পারবে।
মুম্বই ছাড়ছেন হার্দিক
আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে সুযোগ নাও পেতে পারেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স দলের কিংবদন্তি তারকা গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে দলে এন্ট্রি নিয়েছিলেন। তবে তার নেতৃত্বে মুম্বাইয়ের পারফরমেন্স ছিল অতি সাধারণ। গত মৌসুমে কেবলমাত্র ৪ টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল। এমনকি হার্দিক পান্ডিয়ার প্রদর্শন ছিল সাধারণ। শ্রীলংকার কিংবদন্তি তারকা মহেলা জয়াবর্ধনের থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়ায় সমস্যায় পড়েছেন হার্দিক পান্ডিয়া। আসন্ন আইপিএলের জন্য জয়বর্ধনের পাশাপাশি রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসাবে ফিরিয়ে নিয়ে আসা হবে।
গতবছরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বাই দলে যোগদান করেছিলেন। রোহিতকে পুনরায় ক্যাপ্টেন করলে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন হার্দিক পান্ডিয়া। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে যোগদান করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলে তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া বর্তমানে তার হারিয়ে যাওয়া ফর্ম খুঁজে পেয়েছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ সিরিজে সেরা হয়েছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর কলকাতা নাইট রাইডার্স দল তাকে দলে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
KKR দলের ক্যাপ্টেন হবেন হার্দিক
এর আগেও মেগা নিলামে হার্দিক পান্ডিয়াকে মুক্তি দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সময় ক্যাপ্টেন হিসেবে গুজরাত টাইটান্স দলে এন্ট্রি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তার অধিনায়কত্বে প্রথম মৌসুমে আইপিএল খেতাব জয় করেছিল গুজরাট টাইটান্স। এমনকি দ্বিতীয় মৌসুমেও তারা ফাইনালে পৌঁছে গিয়েছিল এবার হার্দিকের অধিনায়কত্বে ও তার পারফরমেন্সের কথা মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্স দল হার্দিককে দলে সামিল করতে চাইছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান তার দলে নামি দামি খেলোয়াড়কে সুযোগ দিতে পিছুপা হন না। গত মৌসুমে মিচেল স্টার্টকে আইপিএল ইতিহাসের সব থেকে বেশি দামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর অনুযায়ী, এই মৌসুমেও হার্দিক পান্ডিয়ার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করলো কলকাতা নাইট রাইডার্স।