“ওকে সুযোগ দিলেই…” হার্দিক পান্ডিয়াকে গুরুদায়িত্ব দিতে চান সূর্যকুমার যাদব, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই করলেন খোলাসা !! 1

ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নির্বাচন করার পর সমাজ মাধ্যম জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক না করার পিছনে নির্বাচক মণ্ডলী তার ফিটনেসের উপর আঙ্গুল তুলেছিলেন। তবে এবার মূল অধিনায়ক সূর্যকুমার যাদব দলের মুখ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে মস্ত বড় বয়ান দিলেন।

হার্দিক’ কে বড় দায়িত্ব দিলেন স্কাই

Hardik Pandya and Suryakumar Yadav, shubman gill
Hardik Pandya and Suryakumar Yadav | Image: Getty Images

আগামীকাল থেকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে চলেছে। আর প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনে কথা বলার সময়, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়ে দিয়েছেন যে হার্দিক পান্ডিয়া দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তিনি দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্কাই বলেছেন, “হার্দিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তার ভূমিকা একই থাকতে চলেছে, তিনি টিম ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

Read More: Hardik Pandya: আইপিএল নিলামের আগেই মুম্বই থেকে বিদায় হার্দিক পান্ডিয়ার, ১৭ বছরের ট্রফির খরা কাটাতে যোগ দিচ্ছেন এই দলে !!

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়কের ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল, এরপর রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিতেই দলের অধিনায়কের বদল হয়। হার্দিক বিশ্বকাপের মঞ্চে কামাল করেছিলেন, তিনি মোট ৬ ইনিংসে ৪৮ গড়ে ও ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ১৪৪ রান বানিয়েছিলেন এবং ১১টি উইকেট নিয়েছিলেন। পাশাপশি, ওভার পিছু ৭.৬৪ রান করে দিয়েছিলেন তিনি।

হার্দিক ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়

hardik-pandya-tops-in-icc-ranking
Hardik Pandya | Image: Getty Images

চলতি সময়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মানসিক ভাবেও ভেঙে পড়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হওয়ার পর থেকে সমস্যার পাহাড় তৈরি হয়েছে হার্দিকের উপর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে আসার ঘন্টা দুয়েক পর সমাজ মাধ্যমে স্ত্রী নাতাশার সঙ্গে তার বিচ্ছেদের কথা জানিয়ে দিয়েছিলেন। আর এই মুহূর্তে অধিনায়কত্ব হারানো তার কাছে একটি কঠিন পরীক্ষা ছাড়া আর কিছু নয়।

হার্দিক টি-টোয়েন্টি সিরিজে অংশ গ্রহন করলেও তাকে ওডিআই সিরিজে লক্ষ করা যাবে না। একান্ত ব্যাক্তিগত কারণে তিনি ওডিআই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপশি হার্দিককে আবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখতে পাওয়া যাবে। ফিটনেস ও শরীরের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর টেস্ট ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন হার্দিক। তবে, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আবার তাকে টেস্ট ক্রিকেটে এন্ট্রি নিতে দেখা যাবে। বাংলাদেশের বিরুদ্ধেই হয়তো তিনি দলে এন্ট্রি নেবেন।

Read Also: ৬, ৬, ৬, ৬, ৬…ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালালেন রবীন্দ্র জাদেজা, চোখের পলকে করলেন ‘ট্রিপল সেঞ্চুরি’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *