চলতি বছরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্ট্যাঙ্কোভিচ (Natasa Stankovic)। তারকা দম্পতির সম্পর্কে যে ফাটল ধরেছে তার প্রথম আভাস মিলেছিলো আইপিএল চলাকালীন। মাঠে ও মাঠের বাইরে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন ক্রিকেটীয় নক্ষত্র। মুম্বই ইন্ডিয়ান্সে (MI) তাঁর প্রত্যাবর্তন ও রোহিতের হাত থেকে হার্দিকের হাতে অধিনায়কত্ব হস্তান্তর মেনে নিতে পারছিলেন না সমর্থকদের একটা বড় অংশ। তাঁরাই নিশানা করেছিলেন ভারতের তারকা অলরাউন্ডারকে। কিন্তু কঠিন সময়ে এক মুহূর্তের জন্যও নাতাশাকে দেখা যায় নি হার্দিকের (Hardik Pandya) পাশে। গ্যালারিতে বা সোশ্যাল মিডিয়ায় সমর্থন যোগাতে এগিয়ে আসেন নি তিনি। গুঞ্জন শুরু হয় ডিভোর্সের। কিন্তু সেই সময় বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেন নি দু’জনেই।
জুন মাসে ছিলো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সতেরো বছর পর ট্রফি জেতে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন হার্দিক। আইপিএলের অন্ধকারকে পিছনে ফেলে তারকা অলরাউন্ডারের ধুন্ধুমার প্রত্যাবর্তনের পরেও নীরব ছিলেন নাতাশা (Natasa Stankovic)। যা ডিভোর্সের জল্পনা বাড়িয়ে দেয় আরও অনেকগুণ। শেষমেশ ৪ জুলাই সত্যি হয় বিচ্ছেদের আশঙ্কাই। সমাজমাধ্যমে এক যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান যে চার বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন দু’জনে। সার্বিয়ান মডেল এর পর পুত্র অগস্ত্যকে সঙ্গে নিয়ে ভারত ছাড়েন। গ্রীসে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন হার্দিক’ও (Hardik Pandya)। ফিরে এসে যোগ দেন টিম ইন্ডিয়াতে। বাংলাদেশের বিপক্ষে টি-২০ দলের অংশ ছিলেন তিনি। বর্তমানে রয়েছেন দক্ষিণ আফ্রিকাতে।
Read More: IND vs SA 2nd T20i: বাদ অভিষেক শর্মা, দ্বিতীয় টি-২০তে জোড়া পরিবর্তনের সম্ভাবনা ভারতীয় একাদশে !!
নেটদুনিয়ায় কটাক্ষের শিকার নাতাশা-
ডিভোর্স হলেও একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়িতে নামেন নি হার্দিক (Hardik Pandya) বা নাতাশা। পুত্র অগস্ত্য’র একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নাতাশা। কমেন্টে স্নেহ জানিয়েছেন ক্রিকেট তারকা। বিবাহবিচ্ছেদের পর’ও অগস্ত্য’কে কেন্দ্র করেই যে আপাতত আবর্তিত হচ্ছে তাঁদের দুজনের জীবন তা সম্প্রতি এক সাক্ষাৎকারেও জানিয়েছেন সার্বিয়ান মডেল ও অভিনেত্রী। তিনি বলেন, “হার্দিক ও আমি এখনও একই পরিবারের অংশ। আমাদের একটি সন্তান রয়েছে। সে আমাদের সবসময়ই একটি পরিবার হিসেবে দেখবে।” নাতাশার (Natasa Stankovic) এই মন্তব্যের পর দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। কেউ কেউ এই কো-পেরেন্টিং-এর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। পূর্ণবয়স্করদের জন্য শিশুটিকে যন্ত্রণাভোগ করতে হচ্ছে না বলে সাধুবাদ জানিয়েছেন দম্পতিকে। আরেক দল নেটিজেনের প্রতিক্রিয়া আবার সম্পূর্ণ বিপরীত।
ডিভোর্সের খবর সামনে আসার আগেই নেটদুনিয়ায় জল্পনা ছড়িয়েছিলো যে খোরপোষ হিসেবে হার্দিকের সম্পত্তির ৭৫ ভাগ দাবী করেছেন নাতাশা (Natasa Stankovic)। সেই থেকেই সার্বিয়ান মডেল ও অভিনেত্রীর উপ্র ক্ষিপ্ত ক্রিকেটতারকার অনুরাগীদের একটা বড় অংশ। হার্দিকের প্রাক্তন স্ত্রী’র এই মন্তব্যের পর ট্যুইটারে তাঁকে বিঁধতে ছাড়েন নি সেই অনুরাগীরা। ‘টাকার গন্ধ পেয়েছে মনে হয় নতুন করে, তাই এখন এই সব কথা শোনাচ্ছে’ লিখেছেন একজন। ‘কোনো মূল্যের হার্দিকের উচিৎ নয় এহেন মন্তব্যকে প্রশ্রয় দেওয়া’ মত আরও একজনের। ‘পরিবার এত সহজে ভেঙে দেওয়া যায় না। এটা বোঝা উচিৎ ছিলো নাতাশা’র’ তীব্র হয়েছে কটাক্ষের ধার। ‘এখন মনে হয় বুঝতে পেরেছে যে টিকে থাকতে গেলে হার্দিককে প্রয়োজন, তাই ভূতের মুখে রাম নাম’ ক্ষোভের বহিঃপ্রকাশ আরও এক হার্দিক ভক্তের পোস্টে।
দেখুন ট্যুইটার চিত্র-
So she realised how important hardik is 😀😀😀
— Pawan kalyan-Wariorr- 💂 (@janardhantummal) November 9, 2024
That means she wants to stay here 👏👏👏
— Pawan kalyan-Wariorr- 💂 (@janardhantummal) November 9, 2024
kuch vi, hardik ke paise dkhe ke ayi hain…
— Parvej Ahmed (@ParvejA66959722) November 9, 2024