Hardik pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে যখন বর্ডার-গাওস্কর ট্রফি’র যুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া, তখন জোরকদমে চলছে ভারতের ঘরোয়া ক্রিকেট’ও। শুরু হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। এবারের এই ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন একঝাঁক মহাতারকা। কেরলের অধিনায়ক হিসেবে দেখা যাবে সঞ্জু স্যামসন’কে। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি টি-২০ শতরান করেছেন তিনি। হায়দ্রাবাদের হয়ে মাঠে নামছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকা সিরিজে আগুনে পারফর্ম্যান্সের পর দেশের মাঠে তরুণ তুর্কি কি করে সেদিকে তাকিয়ে সকলে। বাংলার জার্সিতে দেখা যাবে মহম্মদ শামিকে। তাঁর জন্য অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি নেওয়ার অডিশন মঞ্চ হতে পারে সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy) ট্রফি। বরোদার হয়ে খেলছেন হার্দিক (Hardik Pandya) ও ক্রুণাল পান্ডিয়াও। ধুন্ধুমার যুদ্ধে ঘিরে আগ্রহ রয়েছে ক্রিকেটজনতার।

Read More: আইপিএল শুরুর আগে মাথায় হাত মুম্বাই ইন্ডিয়ান্সের, বাদ যাচ্ছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া !!

হতাশ করলেন হার্দিক-

Hardik and Krunal Pandya | Syed Mushtaq Ali Trophy | Image: Twitter
Hardik and Krunal Pandya to play Syed Mushtaq Ali Trophy | Image: Twitter

ঘরোয়া ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিয়েছে বিসিসিআই। জাতীয় দলের তারকাদের জন্যও বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য দলের হয়ে মাঠে নামার বিষয়টি। বোর্ডের নির্দেশ পেয়ে এবার বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) খেলছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দাদা ক্রুণালের সাথে বরোদার জার্সিতে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সদ্য টি-২০ বিশ্বর‍্যাঙ্কিং-এ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন হার্দিক। ঘরোয়া টি-২০তেও আন্তর্জাতিক ক্রিকেটের পারফর্ম্যান্স ধরে রাখতে সক্ষম হবেন, আশায় অনুরাগীরা। টিম ইন্ডিয়া’র মহাতারকা কেমন খেলেন তা জানা যাবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গুজরাতের বিরুদ্ধে বরোদার ম্যাচ শুরু হওয়ার পর। তবে টুর্নামেন্টের প্রথম দিন তাঁর সমনামী কিন্তু হতাশ করলেন। খাতা খোলার আগেই ফিরলেন সাজঘরে।

২৩ বর্ষীয় হার্দিক ভার্মা (Hardik Verma) আজ অরুণাচল প্রদেশের হয়ে মাঠে নেমেছিলেন হিমাচল প্রদেশের বিরুদ্ধে। দেশের উত্তর-পূর্ব ও উত্তর অংশের দুই রাজ্যের দ্বৈরথে রানের রোশনাই দেখা গেলো না বিশেষ। মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের মাঠে টসে জেতে হিমাচল। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় তারা। মায়াঙ্ক ডাগর (Mayank Dagar), আকাশ বশিষ্টদের বোলিং বিক্রমে ৭৭ রানের বেশী এগোতে পারে নি অরুণাচল। তাদের ব্যাটিং অর্ডারের দশম স্থানে ছিলেন হার্দিক। আকাশ বশিষ্ঠের (Akash Vasisht) বাম হাতি স্পিনে বিভ্রান্ত হয়ে প্রথম বলেই ক্যাচ তুলে দেন মায়াঙ্ক ডাগরের হাতে। ‘গোল্ডেন ডাক’ জোটে ভাগ্যে। বল হাতেও একেবারেই দাগ কাটতে পারেন নি তিনি। ১ ওভারে খরচ করেন ১৫ রান। মাত্র ৫.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় হিমাচল প্রদেশ। জেতে ৮ উইকেটের ব্যবধানে।

দুর্ধর্শ শতরান তিলক বর্মা’র-

Tilak Varma | Image: Getty Images
Tilak Varma | Image: Getty Images

থামানো যাচ্ছে না তিলক বর্মা’কে (Tilak Varma)। দক্ষিণ আফ্রিকা সফরের প্রত্যেকটি ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদবের থেকে চেয়ে নিয়েছিলেন ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটি। তারপর টানা দুই ম্যাচে করেন জোড়া শতরান। আজ শতকের হ্যাট্রিকটিও সম্পূর্ণ করলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy)। গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হয়েছিলো হায়দ্রাবাদ ও মেঘালয়। অসম প্রতিদ্বন্দ্বীতায় সহজেই জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ। তাদের অধিনায়ক তিলক বর্মা ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ৬৭ বলে ১৪টি বাউন্ডারি ও ১০টি ছক্কা’র সাহায্যে ১৫১ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ২২৫.৩৭। নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে যুক্ত হয় ৪ উইকেটের বিনিময়ে ২৪৮ রান। জবাবে মেঘালয় গুটিয়ে যায় ৬৯ রানে। ১১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে হায়দ্রাবাদকে ১৭৯ রানের ব্যবধানে বিশাল জয় এনে দেন অনিকেত রেড্ডি।

Also Read: জসপ্রীত বুমরাহ’র নেতৃত্ব মনে ধরেছে BCCI’র, টেস্ট থেকে রোহিত শর্মাকে দিচ্ছেন পার্মানেন্ট ছুটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *