ভারতীয় অধিনায়ক বিরাট কোহলী সম্প্রতি অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়াকে নিয়ে প্রশংসা করেছেন এবং বলেছেন এই মুহুর্তে হার্ডিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে খেলার জন্য সেরা অবস্থায় আছেন। কিন্তু তার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষন করেছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের মতে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং টেকনিক নিয়ে আরো কাজ করতে হবে। স্বীকৃত অলরাউন্ডার হিসেবে খেলতে যে ব্যাটিং দক্ষতা থাকা দরকার তা এই মুহুর্তে পান্ডিয়ার নেই।
তিনি বলেন বর্তমানে বিশ্বে যে সকল সেরা অলরাউন্ডাররা খেলেন তাদের যে মানের ব্যাটিং দক্ষতা রয়েছে হার্দিক পান্ডিয়া সে মানে যেতে তার আরো অনেক কাজ করতে হবে। গম্ভীর মনে করেন পান্ডিয়া যেভাবে ব্যাটিং করছেন সেভাবে হতে পারে না। সে সব সময় একই ভাবে খেলে, তার ব্যাটিং কৌশলে কোন ভিন্নতা নেই। বর্তমানে দলে উপরের দিকের ব্যাটসম্যানরা নিয়মিত রান করছেন বলে হার্দিক পান্ডিয়া কোন সমস্যায় পড়ছেন না, কারন তিনি যখন ব্যাটিং করতে নামেন তখন দল ভাল অবস্থানে থাকে। কিন্তু তিনি যদি ব্যাটিং কৌশলে উন্নতি না করেন তাহলে দ্রুত দু তিন টি উইকেট পড়ে গেলে তিনি ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতে নামলে তাকে দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে, তখন সে সমস্যায় পড়বেন।
গম্ভীর আরো বলেন বর্তমানে পান্ডিয়ার ব্যাটিং দক্ষতা সেই মানের নয়। সে মানের দক্ষতা অর্জন করতে অনেক কাজ করতে হবে। তিনি আরো মনে করেন তিন চারটি ইনিংস দিয়ে তাকে যোগ্য অলরাউন্ডারেরর স্বীকৃতি দেওয়া উচিত না। বরং তাকে আক্রমণাত্মক খেলার জন্য ব্যবহার করা যেতে পারে। এর আগে কোহলী যখন পান্ডিয়াকে নিয়ে প্রশংসা করছিলেন তখন তিনি বলেছেন, পান্ডিয়া ভারতের জন্য সেটা ই করতে সক্ষম যেটা ইংল্যান্ডের জন্য বেন স্ট্রোকস করেন। কোহলী বলেন, ” যে কোন ধরনের ক্রিকেটে পান্ডিয়ার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে । সে যদি সঠিক আত্মবিশ্বাস ও সমর্থন পায় যেটা বেন স্ট্রোকস পায় তাহলে সেও আমাদের জন্য সে সাফল্য এনে দিতে পারবেন। তাই আমরা কেন তাকে সেভাবে ব্যবহার করব না? শ্রীলঙ্কারর সাথে কলম্বো টেস্টে আগে প্রেস ব্রিফিং কালে একথা বলেন অধিনায়ক কোহলী।
কোহলী পান্ডিয়ার গল টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারন বোলিং এর জন্য প্রশংসা করে বলেন এই উইকেটটি বোলারদের জন্য মোটেও সহায়ক ছিল না। তিনি বলেন প্রথম ইনিংসে পান্ডিয়া যথেষ্ট বোলিং করার সুযোগ না পেলেও দ্বিতীয় ইনিংসে গতির ঝড় তোলার পাশাপাশি বাউন্স দিয়ে নাকাল করেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। পাশাপাশি তার ঝড় গতি শতক দলকে শক্তিশালী অবস্থায় নিয়ে যায়। তার ঝড় গতি ব্যাটিং এর ফলে শ্রীলঙ্কা আরো পনের ওভার বেশি ব্যাটিং করতে হয়।তাই কোহলী মতে সব ধরনের ক্রিকেটে হার্দিক পান্ডিয়া এখন একজন সফল অলরাউন্ডার হিসেবে সফলতা পাবেন