ভারতীয় দলে প্রতি বছর অসংখ্য তরুণ ক্রিকেটার উঠে আসার জন্য দৌড়ে এগিয়ে থাকেন। এর ফলে কোনো তারকা ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করতে না পারলে জাতীয় দলের টিকে থাকা বর্তমানে তার জন্য কার্যত অসম্ভব। অভিজ্ঞ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। তারা দুজনেই প্রমাণ করেছেন যে বয়স শুধু সংখ্যা মাত্র। তবে দুই তারকা ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার এই আবহে প্রধান নির্বাচক অজিত আগারকারকে কটাক্ষ করলেন হরভজন সিং (Harbhajan Singh)।
Read More: আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !!
দুরন্ত ফর্মে রো-কো জুটি-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) রোহিত শর্মার হাত ধরেই ট্রফি জয় করেছিল ব্লু ব্রিগেডরা। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরের আগে তাকে একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে নেতৃত্বের দায়িত্ব হারালেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন হিটম্যান।তৃতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন তিনি। এমনকি ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে দৃষ্টান্ত তৈরি করেন।
পিছিয়ে নেই কিং কোহলিও। চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে দুরন্ত ফর্মে আছেন এই তারকা। একের পর এক শতরান করে দলকে আত্মবিশ্বাস দিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে রাঁচিতে ১২০ বলে ১৩৫ রান সংগ্রহ করে ভক্তদের মন আবারও জয় করে নেন। তার ব্যাট হাতে ১১ টি চার এবং ৭ টি ছয় আসে। দ্বিতীয় ম্যাচেও ছবিটা একইরকম ছিল। রায়পুরে ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেলে ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি।
হরভজন সিং’এর কটাক্ষ-

দুরন্ত ফর্মে থাকলেও রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত দলে থাকবেন কিনা তা নিয়ে প্রধান কোচ অজিত আগরকার (Ajit Agarkar) এখনও স্পষ্ট বার্তা দেননি। এবার কার্যত তার দিকেই আঙ্গুল তুলে কটাক্ষ ছুঁড়ে দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “বিরাটের মতো একজন তারকা এখনও পর্যন্ত খেলে যাচ্ছেন এটা দেখাই আনন্দের বিষয়। কিন্তু যারা নিজেরা সেরকম কিছু অর্জন করতে পারেননি তারা বিরাট এবং রোহিতের ভবিষ্যৎ নির্ধারণ করছেন।
এটা দেখে খুবই খারাপ লাগে। আমার সঙ্গেও এটা হয়েছে। আমার অনেক সতীর্থদের সঙ্গে একই ঘটনা ঘটেছে। যারা অপেক্ষাকৃত কম অর্জন করেছেন তারাই বেশিরভাগ সময় সফল ক্রিকেটারদের যোগ্যতা বিচার করেন।” উল্লেখ্য ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলি ৫৩ টি শতরান করেছেন। এই নজির আর কেউ স্থাপন করতে পারেননি। অন্যদিকে হিটম্যান এখনও পর্যন্ত ওডিআই ক্রিকেটে ৩ টি ডবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এই অনন্য রেকর্ড একমাত্র তার পকেটেই রয়েছে।