আগামী মাসেই আইসিসির অন্যতম বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আসর বসতে চলেছে। পাকিস্তান ও আরব আমিরশাহীতে বসছে এই টুর্নামেন্টের আসর। ইতিমধ্যেই বেশ কয়েকটি দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড প্রকাশ করে দিয়েছে। ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার তারিখ ছিল, তবে ভারতীয় দল এখনও তাদের স্কোয়াড প্রকাশ করেনি। সূত্রের খবর এই সপ্তাহের শেষের দিকে ভারতীয় দল তাদের স্কোয়াড প্রকাশ করবে। ইতিমধ্যেই ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) তার পছন্দের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড প্রকাশ করেছেন। ভাজ্জির পছন্দের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।
হরভজনের পছন্দের স্কোয়াডে ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মা (Rohit Sharma)। তার স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং তিলক ভার্মা (Tilak Varma)। ভারতীয় দল ওডিআই ফরম্যাট গত বছর শ্রীলঙ্কায় খেলেছিল, যেখানে রোহিত শর্মা ব্যাতিত দলের বাঁকি ব্যাটসম্যানরা চূড়ান্ত ভাবে ব্যার্থ হয়েছিলেন। যে কারণে হরভজন দলে বেশি ব্যাটসম্যান রাখতে চেয়েছেন। তার পছন্দের স্কোয়াড থেকে হরভজন টপ অর্ডারে রোহিত, কোহলি ও গিলকে দেখতে চেয়েছেন এবং মিডিল অর্ডারে শ্রেয়াসকে রাখতে চান।
Read More: নিজের পায়েই কুড়ুল মারলো পাকিস্তান, জেদের বশে খুইয়ে বসলো কোটি-কোটি টাকা !!
ভারতের স্কোয়াড বেছে নিলেন হরভজন
ভাজ্জি তার দল থেকে কেএল রাহুলকে (KL Rahul) বাদ দিয়েছেন, বদলে দলে দুই উইকেট কিপারকে শামিল করেছেন। হরভজন তার স্কোয়াডে ঋষভ পন্থ (Rishabh Pant) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson) দুজনকেই দেখতে চান। সঞ্জু এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং পন্থ একজন ক্লাচ প্লেয়ার ও তিনি বামহাতি যা মিডিল অর্ডারকে বেশ শক্তি যোগাবে। তাই হরভজন তার দলে দুই উইকেট কিপারকে বাছাই করেছেন। এরপর দলের অলরাউন্ডারদের থেকে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বাদ দিয়েছেন হরভজন। বদলে অক্ষর প্যাটেলের (Axar Patel) উপরেই আস্থা দেখিয়েছেন তিনি।
কুলচা জুটিকে দিলেন এন্ট্রি
অলরাউন্ডার দের ভূমিকায় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নীতিশ কুমার রেড্ডিকেও (Nitish Reddy) রেখেছেন। হরভজনের মতে, দুবাইতে স্পিন টুইন ‘কুলচা’ জুটি-কে ফিরিয়ে এনেছেন। কুলদীপ যাদব এবং জুজুবেন্দ্র চাহলকে (Yuzvendra Chahal) সুযোগ দিয়েছেন তিনি। দলে তিন পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামিকে (Mohammed Shami) দেখতে চান চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে।
হরভজনের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, নীতিশ রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জুজুবেন্দ্র চাহাল।