‘ইংরেজের বাচ্চা…’ হিন্দি ধারাভাষ্যকে সমালোচনা করতেই এক ভক্তের নামে FIR করলেন হরভজন !! 1

হরভজন সিং (Harbhajan Singh) এবং বিতর্ক যেন সবসময় একই রেখায় চলেন। এবার হরভজনকে ঘিরে তৈরি হলো নতুন এক বিতর্ক। বর্তমানে হরভজন চ্যাম্পিয়ন্স ট্রফির কমেন্ট্রি প্যানেলের একজন অঙ্গ। আর হিন্দি ধারাভাষ্য নিয়ে এক নেটিজেনের সঙ্গে ধুধুমার বেঁধে যায় হরভজনের। যার ফলেই, ভারতীয় দলের প্রাক্তন তারকা স্পিনার পুলিশের দ্বারস্থ হলেন এবং মামলা ঠুকে দিয়েছেন এক নেটিজেনের নামে।

বিতর্কে জড়িয়ে পড়লেন হরভজন

Harbhajan Singh, team india,champions trophy 2025
Harbhajan Singh | Image: Getty Images

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। দুই দলের মহা যুদ্ধে পাকিস্তানকে ছয় উইকেটে পরাস্ত করে ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া। আর এই ম্যাচের আনন্দে একটি ছবি পোস্ট করেন হরভজন (Harbhajan Singh)। সেখানে তাঁর সাথে ছিলেন ব্রডকাস্টার নিখিল নাজ এবং বিক্রান্ত গুপ্ত। ভাজ্জি তার এক্স হ্যান্ডেলে এই ফটোটি শেয়ার করেন এবং সেখানে এক ব্যাক্তি কমেন্ট করে লেখেন, “স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রি এই সুন্দর নীল গ্রহের সবচেয়ে খারাপ বস্তু।

Read More: IPL 2025: ২৮ ফেব্রুয়ারি অধিনায়ক ঘোষণা নাইট রাইডার্সের, অপেক্ষার প্রহর গুণছেন সমর্থকেরা !!

উল্লেখ্য এদিন স্টার স্পোর্টসে এদিন হিন্দি ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন সিং (Harbhajan Singh) সহ বেশ কয়েক তারকা ক্রিকেটাররা। ওই ইউজারকে পাল্টা জবাব দেন ভাজ্জি। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, “ওহে, ইংরেজের বাচ্চা ! লজ্জা হওয়া উচিত। নিজের ভাষা বলতে পারা ও তা নিয়ে গর্ব করা উচিত।” ভাজ্জির এই বেফাঁস মন্তব্য ঘিরে ফের সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। তবে ভাজ্জিকে সেই ব্যক্তি জবাবে লিখেছেন, “আমি হিন্দি ভাষাকে খারাপ বলিনি, আমি ‘হিন্দি ধারাভাষ্য’ কে বাজে বলেছি।

ভক্তের নামে FIR করলেন হরভজন

Harbhajan singh
Harbhajan Singh | Image: Getty Images

শুধুই যে সেই ইউজার হিন্দি ধারাভাষ্যের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন তা নয়, অনেকের মতেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে হরভজন সিং থেকে শুরু করে নভজ্যোত সিং সিধু-রা এমন এমন কিছু বলে ফেলেছেন যা ধারাভাষ্যে শোভা দেয়না। তবে, ওই এক্স ইউজারকে শিক্ষা দিতে তাঁর একাধিক মন্তব্যকে হাতিয়ার করেছেন হরভজন। ‘র‍্যান্ডমসেনা’ নামের ওই ব্যক্তিকে অপুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন। হরভজন বলেছেন, “তোমার এসব নোংরা ভাষা থেকে বোঝা যায় তুমি একজন অনুপ্রবেশকারী, নিজেকে বিখ্যাত করার জন্য তুমি আমাকে যে ভাষায় আক্রমণ করেছ, সেগুলোর সব রেকর্ড রাখা আছে।” এমনকি হরভজন জানিয়ে দিয়েছেন র‍্যান্ডমসেনা নামে ওই ইউজারের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছেন।

Read Also: Harbhajan Singh: “আখের রসের মতো নিঙড়ে নিয়েছে…” বুমরাহ’র চোট নিয়ে বিস্ফোরক হরভজন, নিশানায় টিম ম্যানেজমেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *