"শামি-সিরাজ কোথায় ?..." দঃ আফ্রিকার কাছে পরাজয়ের পর টিম ম্যানেজমেন্টের ক্লাস নিলেন হরভজন সিং !! 1

দক্ষিণ আফ্রিকা রায়পুরে দ্বিতীয় ওডিআইতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৫৮/৫ রানের বিশাল স্কোর গড়ে। ভারতীয় দলের পক্ষ থেকে দারুণ সেঞ্চুরি করেন বিরাট কোহলি (Virat Kohli) ও রুতুরাজ গায়কওয়াড় (Ruturaj Gaikwad)। কিন্তু এত বড় লক্ষ্যও দক্ষিণ আফ্রিকা অনায়াসে তাড়া করে ফেলে। আইডেন মার্করামের দুর্দান্ত শতরান, সঙ্গে ম্যাথিউ ব্রিটস্কে ও ডিউয়াল্ড ব্রেভিসের অর্ধশতরান – সব মিলিয়ে মাত্র আট বল হাতে রেখেই ৩৫৯ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। ভারতের বোলিং দ্বিতীয় ইনিংসে একেবারেই ধারহীন দেখায়। ভারতের এই পরাজয়ের পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)।

টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন হরভজন সিং

Harbhajan Singh, team india,champions trophy 2025, হরভজন সিং
Harbhajan Singh | Image: Getty Images

তাঁর মতে, জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হলেও মোহাম্মদ শামিকে ফিরিয়ে আনা উচিত ছিল। সাম্প্রতিক দেশীয় ক্রিকেটে ছন্দে থাকা শামি মার্চের পর থেকে ভারতের হয়ে খেলেননি। হরভজন বলেন, “শামি কোথায়? কেন খেলছে না বুঝতে পারছি না। প্রসিদ্ধ কৃষ্ণ ভালো বোলার ঠিকই, তবে আরও শেখার বাকি। এভাবে অভিজ্ঞদের সরিয়ে রাখা ঠিক নয়। বুমরাহ থাকলে এক রকম বোলিং আক্রমণ, কিন্তু তিনি না থাকলে পুরো চিত্রটাই বদলে যায়।

Read More: টি২০’তে ফিরছেন রোহিত শর্মা, হিটম্যানের সিদ্ধান্তে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

তিনি আরও জানান, ইংল্যান্ডে বুমরাহকে ছাড়াই দারুণ পারফর্ম করেছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে এমন বোলার খুঁজে বের করতে হবে, যারা চাপের ম্যাচ জেতাতে পারে। স্পিন বিভাগেও ভারতের ঘাটতির কথা উল্লেখ করে হরভজন বলেন, “কুলদীপ আছে ঠিকই, কিন্তু তাঁর পাশে আরও ম্যাচউইনার দরকার।

লজ্জাজনক পরাজয় টিম ইন্ডিয়ার

Ind vs sa, হরভজন সিং
Dewald Brevis and Matthew Breetzke | Image: Getty Images

প্রথম ওডিআইতে ভারত জিতলেও দক্ষিণ আফ্রিকা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের পরাজয় দলকে সিরিজ জিততে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দুই দলের শেষ ওডিআই ম্যাচটি শনিবার বিশাকাপত্তনমে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ভারতীয় দলকে টেস্টে প্রথমে ২-০ ব্যাবধানে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বিগত এক বছরে এটি ছিল ভারতের দ্বিতীয় হোম টেস্ট পরাজয়। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরেছিল ভারতীয় দল। যদিও ঘরের মাঠে ওডিআই সিরিজে অপ্রতিরোধ্য ভারত, তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচটি জিততে চাইবে দল।

Read Also: শুভমান গিলকে জামাই আদর দিচ্ছে BCCI, আনফিট হ‌ওয়া সত্ত্বেও দলে পেলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *