“ওকে গ্রেফতার করো…” ট্রেভিস হেড ইস্যুতে সিরাজকে মস্ত বড় পরামর্শ দিলেন হরভজন !! 1

বর্ডার-গাভাস্কার ট্রফির আসর বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচে ভারতীয় দল দূর্দান্ত প্রদর্শন দেখালেও দ্বিতীয় টেস্টে দলের প্রদর্শনে বেশ পরিবর্তন লক্ষ করা গিয়েছে। দুই ইনিংসেই টিম ইন্ডিয়ার ব্যাটিং ছিল সাধারণ। প্রথম ইনিংসে ১৮০ রানে শেষ হয় ভারতীয় দলের ব্যাটিং এবং দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৫ রান বানাতে সক্ষম হয়েছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসেই ৩৩৭ রান বানিয়ে ফেলে। অস্ট্রেলিয়া দলের হয়ে রুদ্ধশ্বাস ব্যাটিং করেছেন ট্রেভিস হেড (Travis Head)। ব্যাট হাতে ১৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন ট্রেভিস। তবে ট্রেভিসকে আউট করার পর মাঠের মধ্যে মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) ও তার মধ্যে একটি সংঘর্ষ লেগে যায়।

ট্রেভিস হেডের সঙ্গে ধুধুমার লড়াই লাগে সিরাজের

Mohammed Siraj
Mohammed Siraj | Image: Twitter

অ্যাডিলেড তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সিরাজের সঙ্গে কথোপকথন হয় হরভজন। সাক্ষাৎকারে হরভজনকে ট্রেভিস হেড ইস্যুতে সিরাজ বলেন, “আমি বোলিং বেশ ভালো উপভোগ করেছি, ব্যাট ও বলের বেশ লড়াই দেখা গিয়েছে। উনি (হেড) বেশ ভালো ব্যাটিং করেছেন, আমার ভালো বলে তিনি ছক্কাও হাঁকিয়েছিলেন। তারপরেই আমি তাকে আউট করি আর আমি আমার উইকেট সেলিব্রেট করছিলাম। তবে সেই সময় তিনি আমাকে গালি দেন। টিভি পর্দায় স্পষ্ট দেখা গিয়েছে তিনি কি বলেছেন, তবে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন তিনি নাকি আমাকে ‘ওয়েল বোল্ড’ বলেছেন। তবে এটি একটি ডাঁহা মিথ্যা কথা।

Read More: গোলাপি বলে ‘অজি’-দের আধিপত্য থাকলো বজায়, সিরিজে সমতায় ফিরলো কামিন্সরা !!

ট্রাভিস হেড ইস্যুতে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের একটি কথোপকথনে হরভজন সিং (Harbhajan Singh) সিরাজকে বিরাট পরামর্শ দিলেন। প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিরাজকে বলেছেন, হেড যখন আইপিএল খেলতে হায়দরাবাদে আসবে তখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সিরাজ নিজের রাজ্য তেলেঙ্গানায় পুলিশ সুপার নিযুক্ত হয়েছেন। তাই রসিকতার সুরে ভাজ্জি জানিয়েছেন, “ডিএসপি সাহেব, ও হায়দরাবাদে এলে ওঁকে গ্রেফতার করে নেবেন।

সিরাজকে পরামর্শ জানালেন হরভজন

Harbhajan Singh, team india
Harbhajan Singh | Image: Getty Images

তার পাশাপাশি হরভজন সিরাজকে শুভ কামনা জানিয়ে বলেছেন, “আমি মজা করেই এটা বললাম, আপনাদের প্রতি আমার শুভ কামনা রয়েছে। আশাকরি লক্ষ স্থির থাকলে ভারত অবশ্যই জিতবে, আর আপনিও ট্রেভিস হেডকে প্রথম বলে আউট করতে পারবেন।

Read Also: Mohammed Siraj: “চল হাট বেহে#%@…” হেডকে আউট করে অকথ্য ভাষায় গালি দিলেন সিরাজ, ভিডিও নিমেষে ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *