IPL 2025: এই বছর আইপিএলে প্লে অফের দৌড়ে মরিয়া লড়াই চালাচ্ছিল দলগুলি। বর্তমানে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির কারণে বিসিসিআই আইপিএল স্থগিত করে দেওয়ায় এই ফ্রাঞ্চাইজিগুলি বর্তমানে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়েছে। গত বছরের চ্যাম্পিয়ন দল একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে কার্যত প্লে অফের স্বপ্ন শেষ করেছে বলাই যায়। ফলে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) সমালোচনার মুখে পড়েছেন। এবার এই অভিজ্ঞ ক্রিকেটারের নেতৃত্ব নিয়ে হরভজন সিং (Harbhajan Singh) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Read More: ভারতের মাটিতে হবে WTC’এর ফাইনাল, প্রস্তুতি শুরু করলো বিসিসিআই !!
রাহানেকে নিয়ে হরভজনের মন্তব্য-

এই বছর আইপিএলের মেগা নিলামে ১.৫ কোটি টাকার বিনিময়ে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এই নিলামের মাধ্যমে পাঞ্জাব কিংসে (PBKS) চলে যাওয়ার কারণে রাহানেকে অধিনায়ক হিসেবে বেছে নেন নাইট কর্মকর্তারা। এই অভিজ্ঞ তারকা এই বছর আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু সফল অধিনায়ক হিসেবে দলকে সেইভাবে আত্মবিশ্বাস জোগাতে পারেননি। বর্তমানে এই বছর টুর্নামেন্টে কলকাতার প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। এইরকম পরিস্থিতিতে এবার এক সাক্ষাৎকারে কিংবদন্তি ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) রাহানেকে (Ajinkya Rahane) নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেন, “রাহানে ব্যক্তি হিসেবে খুবই ভালো। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এমন একজন অধিনায়ক প্রয়োজন যিনি ক্রিকেটারদের বোঝাতে পারেন যে তারা ভুল করছেন। রাহানের (Ajinkya Rahane) অধিনায়কত্ব ভুল ছিল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য সবকিছু ঠিক ছিল কলকাতার। কিন্তু তাও নাইটরা হেরে গেছে।”
প্লে অফের দৌড়ে আশা ভঙ্গ কলকাতার-

এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ঘরের মাঠে হতাশ করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে জয় পেলেও তৃতীয় ম্যাচে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে হারের সম্মুখীন হয় তারা। অন্যদিকে শেষ ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে চাপের মুখে পড়ে গেছে নাইট বাহিনী। বর্তমানে ১২ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১১ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে জয় তুলে নিলে নাইট বাহিনী মোট ১৫ পয়েন্টে পৌঁছাবে। কিন্তু ইতিমধ্যেই গুজরাট টাইটান্স (GT), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS) ১৫ পয়েন্টে স্পর্শ করে ফেলেছে। ফলে ১৫ পয়েন্ট সংগ্রহ করলেও শেষ চারে পৌঁছানোর আশা নাইট বাহিনীদের খুবই কম।