ম্যাচ চলাকালীন দুই পক্ষের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই খবরে উঠে আসে। তবে ফুটবলের মতো ২২ গজের মহারণে শারীরিকভাবে খেলোয়াড়দের সংঘর্ষে খুব কমই জড়িয়ে পড়তে দেখা গেছে। আইপিএলের (IPL 2025) ইতিহাসে হরভজন সিংয়ের (Harbhajan Singh) শ্রীশান্তকে (S Sreesanth) চড় মারার ঘটনা এখনও ক্রিকেট মহলে মাঝেমধ্যেই চর্চা হয়। সাম্প্রতিক সময়ে এই ঘটনার একটি পুরনো ভিডিও আবারও ভাইরাল হয়েছে। যা নিয়ে শ্রীশান্তের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। অন্যদিকে এবার এই বিষয়ে হরভজনের মন্তব্য সামনে এলো।
Read More: এশিয়া কাপের আগেই মাথায় হাত BCCI-এর, টিমের সাথে দুবাই যাওয়া হচ্ছে না গিল-বুমরাহ সহ এই ক্রিকেটারদের !!
প্রকাশ্যে আসে পুরোনো ভিডিও-
২০০৮ সালে আইপিএলে (IPL) একটি গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে ভারতের এই প্রাক্তন স্পিনার শ্রীশান্তের (S Sreesanth) গালে চড় বসিয়ে দেন। মাঠের মধ্যেই এই পেসার কান্নায় ভেঙে পড়েছিলেন। ১৮ বছর পর এই বিতর্কিত ঘটনার নতুন ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যা নিয়ে ক্রিকেট মহলের রীতিমতো হইচই পড়ে যায়। খোদ আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি (Lolit Modi) এই কান্ডটি ঘটিয়েছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের (Michael Clarke) সঙ্গে একটি পডকাস্টে উপস্থিত ছিলেন তিনি।
সেই সময় এই ভিডিও প্রকাশ করে ললিত মোদি বলেন, “ম্যাচ তখন শেষ হয়ে গিয়েছিল। ফলে সব ক্যামেরা বন্ধ ছিল। আমার সিকিউরিটি ক্যামেরাটি চালু করা ছিল শুধুমাত্র। সেখানেই শ্রীশান্ত (S Sreesanth) ও ভাজ্জির বিতর্কিত ঘটনাটির ভিডিও রেকর্ড হয়ে যায়। হরভজন (Harbhajan Singh) উল্টো হাতে সপাটে চড় মারেন। ১৮ বছর পর সেই ভিডিওটি আমি এখানে প্রথম প্রকাশ করলাম।”
দেখুন সেই ভিডিওটি-
https://x.com/LalitKModi/status/1961364009787019712?t=bc_s4t6qt0msNGoqLUWT3g&s=19
হরভজনের বার্তা-

তিনি এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার বলেন,“যেভাবে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটা ভুল। এটা হওয়া উচিত ছিল না। এর পিছনে তাদের কোনো স্বার্থপর অভিসন্ধি থাকতে পারে। ১৮ বছর আগের ঘটনা মানুষ ভুলে গেছে। সেটা আবার মনে করিয়ে দিল। যা ঘটেছে তার জন্য আমার খারাপ লেগেছে। আমরা খেলছিলাম এবং সবার মনেই কিছু এটা চলছিল। ভুল হয়েছে আমরা। এই ঘটনার জন্য আমি লজ্জিত।”
হরভজন (Harbhajan Singh) আরও বলেন, “হ্যাঁ, ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে। এটি সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি অনেকবার বলেছি যে আমি ভুল করেছি। মানুষ ভুল করে এবং আমিও ভুল করেছি।ভগবান গণেশকে অনুরোধ করছি যে আমি যদি আবারও ভুল করি আমাকে ক্ষমা করুন।” উল্লেখ্য শ্রীশান্ত (S Sreesanth) চড় কান্ডের সঙ্গে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগেও আলোচনায় উঠে এসেছিলেন। যার জন্য তাকে নির্বাসিত পর্যন্ত করা হয়েছিল।