Asia Cup 2025: গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারত ও পাকিস্তানের প্রাক্তনীদের। বার্মিংহ্যামের সেই ম্যাচ খেলতে রাজী হন হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদের মত টিম ইন্ডিয়ার কিংবদন্তিরা। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর পড়শি দেশের সাথে কোনো রকম সম্পর্ক রাখা সম্ভব নয়, দৃপ্তকন্ঠে জানিয়েছিলেন তাঁরা। গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই শিবিরের। পাকিস্তান দলের তরফ থেকে একের পর এক প্ররোচনামূলক মন্তব্য উড়ে গেলেও সেই ফাঁদে পা দেন নি ভারতীয় প্রাক্তনীরা। তারা ফের একবার মাঠে না নামারই সিদ্ধান্ত নেন। গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছিলো। সেমিফাইনালে ভারত না খেলায় ওয়াক-ওভার পায় পাক দল। যদিও ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারে তারা।
Read More: নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার করে ফাঁসলেন সুরেশ রায়না, ED দপ্তরে পড়লো ডাক !!
বোর্ডের সিদ্ধান্তে খুশি নন ভাজ্জি-

প্রাক্তনীরা পাকিস্তানকে বয়কটের পথে হাঁটলেও ভিন্ন পন্থা নিয়েছে বিসিসিআই। এশিয়া কাপে (Asia Cup 2025) খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বীর সাথে একই গ্রুপে থাকার ক্ষেত্রেও কোনো রকম আপত্তি জানান নি তাঁরা। সেইমত আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠে রয়েছে মহারণ। এশিয়া কাপের (Asia Cup 2025) যা ফর্ম্যাট তাতে শেষ চার পর্ব ও ফাইনাল মিলিয়ে আরও দুই বার সম্মুখসমরে নামার সম্ভাবনা রয়েছে উপমহাদেশের দুই হেভিওয়েটের। দেশের সরকার যখন সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে, পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক স্তরে একের পর এক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে, তখন বিসিসিআই-এর সিদ্ধান্ত অবাক করেছে ক্রিকেটজনতাকে। এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ার পরেও উঠছে ম্যাচ বয়কটের দাবী।
এশিয়া কাপ (Asia Cup 2025) বহুদলীয় টুর্নামেন্ট হওয়ায় ম্যাচ থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়। তাতে বাড়তি সুবিধা পাবে পাকিস্তানই, সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। তবে এই অভিমত’কে সমর্থন যোগাতে পারছেন না হরভজন সিং (Harbhajan Singh)। প্রাক্তন অফস্পিনার সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ওদের বোঝা উচিৎ যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা (গুরুত্বপূর্ণ) নয়। ব্যাপারটা খুবই সহজ। আমার মতে যে জওয়ান’রা সীমান্তে দাঁড়িয়ে থাকেন, যাঁদের পরিবার তাঁদের দিনের পর দিন দেখতে পায় না, যাঁরা কখনসখনও নিজের জীবন উৎসর্গ করেন, বাড়ি ফিরতে পারেন না-আমাদের জন্য তাঁদের আত্মত্যাগ বিরাট বড় ব্যাপার। তার তুলনায় এটা (ভারত-পাক ম্যাচ) খুবই তুচ্ছ বিষয়। একটা ম্যাচ না খেলা খুবই তুচ্ছ একটি ব্যাপার।”
ভারত-পাক ম্যাচ নিয়ে চলছে বিতর্ক-

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের আদৌ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিৎ কিনা তা নিয়ে এই মুহূর্তে তুঙ্গে তরজা। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সওয়াল করেছেন ম্যাচের পক্ষে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার মতে এটা (ভারত বনাম পাকিস্তান ম্যাচ) ঠিকই আছে। খেলাধূলা চলতে থাকা উচিৎ। তবে পহলগামের মত ঘটনা ঘটা উচিৎ নয়। কিন্তু খেলাধূলা চলতে থাকাই উচিৎ। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া দরকার। এটাকে বন্ধ করা করা দরকার। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু সেটা অতীত…খেলাধূলা হওয়া উচিৎ।” কিন্তু উলটো মত বাংলারই আরেক ক্রিকেট তারকা শ্রীবৎস গোস্বামীর। তাঁর মতে, “ভারতের অবশ্যই এই ম্যাচ থেকে সরে দাঁড়ানো উচিৎ।” ম্যাচের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। “পাকিস্তানের সাথে একমাত্র যুদ্ধক্ষেত্রে দেখা হতে পারে,” ট্যুইট করেছিলেন তিনি।