আবুধাবি টি-১০ লিগে দলে থাকলেও এই ৩ ভারতীয় প্লেয়ার এখনও খেলায় সুযোগ পাননি !! 1

শুরু হয়ে গিয়েছে টি-১০ লীগ, ১০ ওভারের খেলা জমে উঠেছে, ভারতীয় অনেক ক্রিকেটাররা এবছর এই লিগে খেলতে দেখা যাচ্ছে, আটটি দল নিয়ে তৈরি হয়েছে, এই লিগে মরিসভিল স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্ট্রাইকার্স, টিম আবুধাবি, দ্য চেন্নাই ব্রেভস, দিল্লি বুলস , নর্দান ওয়ারিয়র্স, বাংলা টাইগার্স এবং ডেকান গ্ল্যাডিয়েটরস এই আটটি দল নিয়ে তৈরি হয়েছে এই লীগ । এই লিগে এবছর দেখা যাবে ভারতীয় প্লেয়ারদের। মূলত ভারতীয় প্লেয়াররা আইপিএল ছাড়া বাইরের লিগে খেলতে দেখা যায়না, ভারতীয় প্লেয়ারদের অবসর নেওয়া এবং ভারতীয় সমস্ত লীগ না খেললে তাহলেই ভারতের বাইরে কোনো লিগে খেলার সুযোগ পায়, তবে এবছর অনেক রথী মহারোথিতের দেখা যাচ্ছে এই লিগে, এই লিগে মিস্টার আইপিএল সুরেশ রায়নাকে দেখা যাচ্ছে যিনি অন্দ্রে রাসেল, নিকোলাস পুরান দের মতন বিগ হিটারদের দলে খেলছেন। তবে তিন ভারতীয় প্লেয়ার আছেন যারা এখনো পর্যন্ত এই লিগে সুযোগ পাননি খেলার ।

হরভজন সিং

আবুধাবি টি-১০ লিগে দলে থাকলেও এই ৩ ভারতীয় প্লেয়ার এখনও খেলায় সুযোগ পাননি !! 2

এই তালিকায় প্রথমেই আছেন ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং নাম লিখিয়েছেন এই টি১০ লিগে, তিনি দিল্লি বুলস দলের হয়ে খেলছেন, দলে এখনো পর্যন্ত দেখা যায়নি এই মহান স্পিনারকে, ভারতীয় দলের হয়ে জিতিয়ে এসেছেন বহু ম্যাচ, তবুও সুযোগ মিলছে না ভাজ্জির, মাঠের বাইরে বসেই দেখতে হচ্ছে ম্যাচ, বর্তমানে তিনি হিন্দি কমেন্ট্রি করে থাকেন, খেলার সঙ্গে যুক্ত হয়েছেন আবার, ভারতীয় দল ছাড়া আইপিএলে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে এসেছেন এই মহান স্পিনার। তিনি ভারতের হয়ে ২৭ টি টি টোয়েন্টি ম্যাচে ২৫ টি উইকেট নিয়েছেন, এবং আইপিএলে ১৬৩ টি ম্যাচে ১৫০ টি উইকেট নিয়েছেন। ভারতীয় দলের এই অফস্পিনারকে সুযোগ দেয়নি দলের অধিনায়ক রিলে রুশো, যিনি অধিনায়ক ব্রাভোর জায়গায় অধিনায়কত্ব করছেন। বর্তমানে তারা ৪ টি ম্যাচ খেলে ১ টি জিতে ৫ ম স্থানে আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *