সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ড্র করেছে টিম ইন্ডিয়া (Team India)। সামনেই এশিয়া কাপ, ২০২৫’এর এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। ভারত এবারের এশিয়া কাপের মঞ্চে আবারও একবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে। পাহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আরও খারাপের পথে এগিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানি ব্যাটসম্যানের উপর উঠলো গুরুতর অভিযোগ। এশিয়া কাপের আগে এই খবর চাঞ্চল্য তৈরি করেছে।
পাকিস্তানি তারকা হলেন গ্রেপ্তার

প্রসঙ্গত, পাকিস্তানের তারকা ব্যাটসম্যান হায়দার আলীর (Haider Ali) বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও, তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, ২০২৫ সালের ৪ আগস্ট সোমবার এক ধর্ষণ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর ২৪ বছর বয়সী এই পাকিস্তানি তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তার নামে ২০২৫’এর ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি ভবনে ঘটে যাওয়া ঘটনার জেরেই তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
Read More: এশিয়া কাপে নেই ঋষভ পন্থ, টেস্ট প্রত্যাবর্তনও অনিশ্চিত তারকা ক্রিকেটারের !!
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে যে, হায়দারের উপর হওয়া গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহাল। গত সোমবার শেষ হওয়া পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরে হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি, পিসিবি জানিয়ে দিয়েছে হায়দারকে গোটা প্রক্রিয়ায় তার অধিকার সুরক্ষায় সহযোগিতা করবে। পিসিবির বিবৃতি অনুযায়ী, “পাকিস্তানি তারকা ক্রিকেটার হায়দার আলীর বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চলমান অপরাধমূলক তদন্তের বিষয়ে জানে পিসিবি। ঘটনাটি সম্প্রতি পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরে ঘটেছে, যেটা নিয়েই চলছে এই তদন্ত।“
হায়দারকে নিষিদ্ধ করেছে বোর্ড

পিসিবির বিবৃতিতে আরও জানিয়েছে, “যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তদন্তটি নিজস্ব গতিতে চলতে দেওয়ার কথা স্বীকার করছে পিসিবি। হায়দার আলীকে সাময়িক ভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর উপরে যে অভিযোগ উঠেছে তাঁর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।” ২০২০ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের জার্সিতে অভিষেক করেছিলেন হায়দার আলী। পাকিস্তানের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ও ২টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলে ফিরে আসার জন্য ঘরোয়া ক্রিকেটে লড়াই চালাচ্ছেন হায়দার।