এশিয়া কাপ (Asia Cup 2025) এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রিকেটের উত্তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই টুর্নামেন্টে দীর্ঘদিন পর আবারও ভারত এবং পাকিস্তানের (IND vs ENG) মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়াই বর্তমানে প্রধান লক্ষ্য বিসিসিআইয়ের (BCCI)। নতুন করে দল গোছানোর কাজে নেমে পড়েছেন নির্বাচকরা। এর মধ্যেই এবার আইনি জটিলতার মধ্যে পড়ায় তারকা ব্যাটসম্যানকে বরখাস্ত করলো বোর্ড।
Read More: আগস্টেই আবার অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন গিল, এই নতুন দলের হয়ে সামলাবেন দায়িত্ব !!
বরখাস্ত তারকা ক্রিকেটার-

সম্প্রতি ভারতের তারকা পেসার যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলীর (Haider Ali) বিরুদ্ধে গ্ৰেটার ম্যাঞ্চেস্টার পুলিশ ফৌজদারী তদন্ত শুরু করেছে বলে খবর সামনে এসেছে। যার ফলে এই ক্রিকেটারকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করেছে পিসিবি (PCB)। বোর্ড তাকে সবরকমভাবে আইনি সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে।
পাকিস্তানের ‘এ’ ক্রিকেট দল পাকিস্তান শাহিনসের (Pakistan Shaheens) হয়ে সাম্প্রতিক সময় হায়দার আলী (Haider Ali) ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। তখন পাকিস্তানি বংশোদ্ভূত এক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করেন। এর ফলে এই পাকিস্তানি ব্যাটসম্যানকে ৩ আগস্ট বেকেনহ্যাম মাঠ থেকে ম্যাচ চলাকালীন আটক করে ম্যাঞ্চেস্টার পুলিশ। সূত্র অনুযায়ী বর্তমানে হায়দার আলী (Haider Ali) জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু তার পাসপোর্ট জব্দ করেছে ম্যাঞ্চেস্টার পুলিশ। তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০৫ রান সংগ্রহ করেছে।
ভারত-পাক মহারণ-

ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠেও প্রভাব ফেলেছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না। শুধুমাত্র তারা আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়। সাম্প্রতিক সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি। যার ফলে দুই দেশকে আর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হতে দেখা যাবে না বলেই জল্পনা শুরু হয়। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL) পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল সহ গ্রুপ লিগের ম্যাচ বয়কট করেছেন ভারতীয় ক্রিকেটাররা।
তবে এর মধ্যে এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি প্রকাশিত হয়েছে। আসন্ন ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তবে এই ম্যাচ এখন থেকেই বয়কটরের ঘোষণা দিয়েছেন অসংখ্য ক্রিকেট ভক্ত। একাধিক প্রাক্তন ক্রিকেটাররাও রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা উচিত হবে না বলেও নিজেদের ভাবনা স্পষ্ট করেছেন। তবে এই বিষয়ে বিসিসিআইয়ের (BCCI) কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।