আলঝারি জোসেফ-

ক্রিকেট থেকে ফাঁক পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন ক্যারিবিয়ান পেসার আলঝারি জোসেফ’ও (Alzharri Joseph)। ক্রিকেটার সত্ত্বাকে নিজের ব্যক্তিগত জীবন থেকে খানিক আলাদাই রাখতে চান তিনি। তাঁর বান্ধবীর নাম ম্যাকিশনর বাওয়েন (Mackishnor Bowen)। আলঝারি এবং ম্যাকিশনরের দুই পুত্র সন্তান রয়েছে।