বিজয় শঙ্কর-

অলরাউন্ডার বিজয় শঙ্করের (Vijay Shankar) সহধর্মিনীর নাম বৈশালী বিশ্বেশ্বরণ (Vaishali Visweswaran)। নিজেদের পরিবারের সূত্রেই আলাপ হয় বিজয় এবং বৈশালীর। পেশাগত জীবনে বৈশালী একজন শিক্ষিকা।
২০২০ সালে অগাস্ট মাসে বাগদান সারেন দু’জনে। এরপর জানুয়ারী’র ২৭ জানুয়ারী বিয়ের অনুষ্ঠান হয় তাঁদের। ২০২১ এর ৩০ অক্টোবর বিজয় এবং বৈশালীর প্রথম সন্তান জন্মগ্রহণ করে।