ম্যাথিউ ওয়েড-

অস্ট্রেলিয়ার ২০২১ টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যাথিউ ওয়েডের (Matthew Wade) স্ত্রীয়ের নাম জুলিয়া ব্যারি (Julia Barry)। ২০০৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন দু’জনে। এক দশক ডেটিং-এর পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ম্যাথিউ এবং জুলিয়া। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে।