কেন উইলিয়ামসন-

২০২৩ মরসুমে গুজরাত টাইটান্স দলে এসেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson)। নিজের ব্যক্তিগত জীবন’কে সংবাদমাধ্যমের আতসকাঁচের থেকে দূরে রাখতেই পছন্দ করেন কিউই ব্যাটার।
তবে জানা যায় যে তাঁর বান্ধিবীর নাম সারা রহিম (Sara Raheem)। তবে বিখ্যাত ক্রিকেটারের বান্ধিবী হলেও প্রচারের আলোয় থাকতে চান না সারা। তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও সেই কারণেই প্রাইভেট করা রয়েছে। মাত্র ২০০’র কাছাকাছি ফলোয়ার তাঁর। পেশায় নার্স তিনি। জন্ম ইংল্যান্ডের ব্রিস্টলে।
দু’জনকে একসাথে ছুটি কাটাতে দেখা গিয়েছে একাধিকবার। নিউজিল্যান্ড বোর্ডের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কেন-এর পাশে দেখা গিয়েছিলো তাঁকে। কেন উইলিয়ামসন এবং সারা রহিমের দুই সন্তানও রয়েছে।