মহম্মদ শামি-

শেষ কয়েক বছরে ভারতীয় ক্রিকেটের আঙিনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পেসার মহম্মদ শামির (Mohammed Shami) ব্যক্তিগত জীবন। পেশায় মডেল এবং অভিনেত্রী হাসিন জাহানের (Hasin Jahan) সঙ্গে আইপিএলের একটি পার্টিতে আলাপ হয়েছিলো বঙ্গ পেসারের। সিউড়ির মেয়ে হাসিনের সাথে ২০১৪ সালের ৬ জুন উত্তরপ্রদেশের মোরাদাবাদে বিবাহ হয় শামি’র।
২০১৫ সালে এক কন্যাসন্তানও জন্মায় তাঁদের। তবে বছর চারের যেতে না যেতেই সুখের সংসারে ধরে ভাঙন। ফেসবুকে বেশ কিছু চ্যাট শেয়ার করে হাসিন তাঁর সুপারস্টার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন।
শামি’র বিরুদ্ধে নির্যাতনেরও অভিযোগ এনেছিলেন হাসিন। তুলকালাম পড়ে যায় ভারতের ক্রিকেটমহলে। এখনও আদালতে চলছে বিবাহবিচ্ছেদের মামলা।