রাহুল তেওয়াটিয়া-

গুজরাত টাইটান্স দলের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া’র (Rahul Tewatia) স্ত্রীর নাম ঋধি পান্নু (Ridhi Pannu)। হরিয়ানায় এক ঘরোয়া অনুষ্ঠানে ২০২১ এর ৩ ফেব্রুয়ারী বাগদান সেরেছিলেন ঋধি এবং রাহুল। পরে ২০২১ এর নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। মডেলিং এবং রান্না করতে পছন্দ করেন তেওয়াটিয়ার স্ত্রী।