ঋদ্ধিমান সাহা-

গুজরাত টাইটান্স দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহার সহধর্মিনীর নাম রোমি মিত্র (Romi Mitra)। কলকাতায় তাঁর একটি রেস্তরাঁ রয়েছে।
ঋদ্ধি ও রমির আলাপ সোশ্যাল সাইট অরকুটে। সেখান থেকেই বন্ধুত্ব, প্রণয় এবং সবশেষে পরিণয় কলকাতার সাউথ পয়েন্ট স্কুল থেকে পড়াশোনা করেছেন রোমি। এবং বিশ্ববিদ্যালয়ের এমএসসি (মাস্টার অফ সায়েন্স) ডিগ্রীও রয়েছে তাঁর।
রোমি ও ঋদ্ধির (Wriddhiman Saha) এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।