শুভমান গিল-

গুজরাত দলের তরুণ ওপেনিং ব্যাটার শুভমান গিল (Shubman Gill) এখনও অবিবাহিত। তবে তাঁর বান্ধবী ঠিক কে? তা নিয়ে সংবাদমাধ্যমে জল্পনার অন্ত নেই। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে কিছুদিন আগে নাম জড়িয়েছিলো শুভমানের।
শোনা যাচ্ছিলো তাঁরা নাকি ‘ডেট’ করছেন। শচীনকন্যার পর আরও এক সারা’র সাথেই নাম জুড়েছে শুভমানের। শোনা যাচ্ছে বলিউড নায়িকা সারা আলি খানের সাথে এখন সম্পর্কে রয়েছে তরুণ ক্রিকেটার। বিষয়টি নিয়ে এক পাঞ্জাবি টিভি শো’তে প্রশ্নের সামনে পড়ে শুভমান ধোঁয়াশা জিইয়ে রেখে উত্তর দেন ‘মে বি।’প্রসঙ্গত সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গেও রয়েছে ক্রিকেটের যোগ।
বলিউড নায়ক সইফ আলি খান এবং নায়িকা অমৃতা সিং-এর কন্যা সারা’র দাদু ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলি খান পতৌদি।