ডেভিড মিলার-

ব্যক্তিগত জীবনকে মিডিয়ার ক্যামেরার নজর থেকে দূরে রাখতে পছন্দ করেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার (David Miller)। শোনা যায় সম্পর্কে রয়েছেন তিনি। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি সেই বিষয়ে কোনো তথ্য নেই সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়।
২০১৫ সালে যখন কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP) দলের হয়ে খেলতেন মিলার তখন দলের মালিক এবং বলিউড নায়িকা প্রীতি জিন্টার (Preity Zinta) সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো। এক রেস্তরাঁইয় একসাথে দেখা গিয়েছিলো দু’জনকে। অভিনেত্রী অবশ্য এহেন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন শোনামাত্রই।