IPL 2023: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরসুম। দুইমাসব্যপী ক্রিকেট উৎসবের জন্য প্রস্তুত অনুরাগীরা। দেশে-দেশে লড়াই পিছনে ফেলে এপ্রিল-মে মাসে নিজের নিজের প্রিয় শহরের হয়ে গলা ফাটাতে চলেছেন ক্রিকেটভক্তরা।
আইপিএল মানে তো কেবল ক্রিকেট নয়। আইপিএল মানে ক্রিকেটের সাথে গ্ল্যমারের এক সমন্বয়, এক উপাদেয় ককটেল। ২০০৮ সালে প্রথমবার এর স্বাদ পেয়েছিলেন দর্শকেরা। যে ভালোবাসা, যে প্যাশন প্রথম আইপিএলে দেখা গিয়েছিলো দেড় দশক কেটে গেলেও তাতে কোনো ভাটা পড়ে নি। দিন কয়েক আগে টুর্নামেন্টের নির্ঘন্ট সামনে এনেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।
আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবং চার বারের ট্রফি জয়ী চেন্নাই সুপার কিংস। ২০২২-এ প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিয়েই ট্রফি জিতে শোরগোল ফেলে দিয়েছিলো গুজরাত দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাতে তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত সমন্বয় দেখা গিয়েছিলো।

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), ডেভিড মিলারদের (David Miller) মত পোড়খাওয়া ক্রিকেটারদের সঙ্গে শুভমান গিল (Shubman Gill), রশিদ খানদের (Rashid Khan)তারুণ্যের সংমিশ্রণ চ্যাম্পিয়ন দল হিসেবে গড়ে তুলেছিলো গুজরাত’কে। গতবারের চ্যাম্পিয়নদের নিয়ে এবারও আগ্রহ রয়েছে ফ্যানেদের।
ক্রিকেট আর বিনোদনের এই ককটেলে এক আলাদা ফ্লেভার অ্যাড করে ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরা। খেলার দুনিয়ায় যাঁরা পরিচত ওয়াইভস অ্যান্ড গার্লফ্রেন্ডস, বা সংক্ষেপে ওয়্যাগস নামে। আসুন চিনে নেওয়া যাক গুজরাত দলের ওয়্যাগসদের।
গুজরাত টাইটান্স দলের ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের হদিশ রইলো এখান-
হার্দিক পান্ডিয়া-

গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সহধর্মিনীর নাম নাতাশ স্ট্যাঙ্কোভিচ (Natasa Stankovic)। পেশায় তিনি অভিনেত্রী এবং মডেল। এছাড়া প্রয়োজনার জগতেও তাঁর যাতায়াত রয়েছে। অভিনেত্রী হিসেবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণদের মত বলিউডের প্রথম সারির তারকাদের সাথে স্ক্রিণ ভাগ করে নিয়েছেন তিনি।
এছাড়া বিগবসের মত রিয়্যালিটি টিভি শো’তেও অংশগ্রহণ করেছেন নাতাশা। সার্বিয়াতে জন্ম তাঁর। এক বন্ধুর দেওয়া পার্টিতে প্রথমবার হার্দিকের (Hardik Pandya) সাথে আলাপ হয় নাতাশার। এরপর প্রণয় এবং পরে পরিণয়।
একটি বিলাসবহুল বোটে নাতাশা’কে বিবাহপ্রস্তাব দিয়েছিলেন হার্দিক। অগস্ত্য নামে এক পুত্রসন্তান রয়েছে তাঁদের। প্রথমবার সইসাবুদ সেরে আইনি বিয়ে করেছিলে দু’জনে। দিনকয়েক আগে রাজস্থানের উদয়পুরে জাঁকজমকের সাথে আনুষ্ঠানিক বিয়েটাও সেরে নিলেন এই দম্পতি।