বাদ রাদারফোর্ড-বাটলার-রাহুল তেওয়াটিয়া, মিনি নিলামের আগে GT'এর রিটেন তালিকা এল সামনে‌ !! 1

আইপিএলে (IPL 2025) কম সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জন করেছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই বছর শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল তারা। এই তরুণ ব্যাটসম্যানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের মন জয় করে নিয়েছিল। দলের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ প্রতিভাও। তবে ফাইনালে প্রবেশ করতে পারেনি গুজরাট। এই কারণে মিনি নিলামের আগে বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়ে দল গোছানোর কাজে এগিয়ে যেতে পারেন কর্মকর্তারা। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ‌্য সামনে এল।

Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!

গুজরাট টাইটান্সের পারফর্মেন্স-

বাদ রাদারফোর্ড-বাটলার-রাহুল তেওয়াটিয়া, মিনি নিলামের আগে GT'এর রিটেন তালিকা এল সামনে‌ !! 2
Gujarat Titans | Image: Getty Images

কম বয়সে শুভমান গিল অধিনায়ক হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। এই বছর আইপিএলে তার নেতৃত্বে লিগ পর্বে একের পর এক ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল গুজরাট। ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে প্রবেশ করে তারা। প্লে অফের এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নেমেছিল জিটি। ম্যাচে গিলরা দুরন্ত লড়াই চালালেও শেষ পর্যন্ত ২০ রানে হারের সম্মুখীন হয়। গুজরাটের হয়ে সাই সুদর্শন ১৫ ম্যাচে ৭৫৯ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।

বছর অনুযায়ী GT’এর পারফর্মেন্স-

২০২২- চ্যাম্পিয়ন
২০২৩- রানার্স আপ
২০২৪- অষ্টম
২০২৫- চতুর্থ

GT’এর রিটেন তালিকা-

ipl-2025-eliminator-key-stars-for-gt
Gujarat Titans | Image: Getty Images

শুভমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দর, মহিপাল লোমরর, আরশাদ খান, মহম্মদ সিরাজ, জেরাল্ড কোয়েটজি, প্রসিদ্ধ কৃষ্ণা, গ্লেন ফিলিপস, করিম জানাত, কুলবন্ত খেজরোলিয়া, কুমার কুশাগ্ৰা, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, জয়ন্ত যাদব, গুরনুর ব্রার

GT’রিলিজ তালিকা-

শেরফান রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, জশ বাটলার, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা

Read Also: আইপিএলের আগে বড় ধাক্কা RCB’য়ে, চোটে ছিটকে গেলেন অধিনায়ক পাতিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *