গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস দলের আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর (IPL 2025) গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। চলতি, টুর্নামেন্টে দুই দলই ভালো পারফর্ম করছে। গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।এটি দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৭ম ম্যাচ। টস হেরে দিল্লি ক্যাপিটালস নতুন ওপেনিং জুটি নিয়ে ব্যাটিং করতে নামে।
জেক ফ্রেজার ম্যাগরুক আজ দিল্লি দল থেকে বাদ পড়েছেন। তার ফর্মের করুন অবস্থার জন্য আজ দলে পরিবর্তন এনেছে দিল্লি। ওপেনিং করতে আসেন করুণ নায়ার (Karun Nair) এবং অভিষেক পোরেল (Abhishek Porel)। শুরুতেই আগ্রাসী সূচনা দেন পোরেল, তবে ৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় অভিষেককে। তিনে ব্যাটিং করতে আসেন কেএল রাহুল। ১৪ বলে চারটি চার এবং ১টি ছক্কায় ২৮ রানের ইনিংস খেলে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন।
দিল্লির হয়ে আবার একবার বেশ ভালো ছন্দ দেখালেন করুণ নায়ার (Karun Nair)। ১৮ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩১ রান বানান তিনি। চারে আসেন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)। পাঁচে ব্যাটিং করতে নেমে ২১ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। এছাড়া আশুতোষ শর্মার ব্যাট ব্যাট থেকে ১৯ বলে দুটি চার ও ৩টি ছক্কায় ৩৭ রান লক্ষ করা গিয়েছে। যার দৌলতে নির্ধারিত ২০ ওভারে গুজরাতের সামনে ৮ উইকেটে ২০৩ রান বানিয়েছে।