IPL 2025: আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে প্যাট কামিন্সের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। গুজরাটের হয়ে সাই সুদর্শন এবং শুভমান গিল দুরন্ত ব্যাটিং শুরু করেন। এর পর জস বাটলারের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ২২৪ রান সংগ্রহ করেছে গুজরাট টাইটান্স।
Read More: সঞ্জু স্যামসনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, আবারও ক্রিকেট থেকে ব্যান শ্রীশান্ত !!
সুদর্শন ও গিলের দুরন্ত ওপেনিং-

গুজরাটের হয়ে আজও ওপেনিং করতে নেমে সাই সুদর্শন এবং শুভমান গিল দলকে ভরসা দেন। দুজনে মিলে প্রথম ইনিংসে ৪১ বলে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন। সপ্তম ওভারে সুদর্শন জিশান আনসারির করা বলে হেনরিখ ক্লাসেনকে ক্যাচ দিয়ে বসেন। এর ফলে তিনি ২৩ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন। এরপর শুভমান জস বাটলারের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে আসে ৩৮ বলে ৭৬। গুজরাট অধিনায়ক ১০ টি চার এবং ২ টি ছয় দিয়ে আজ ইনিংসটি সাজিয়েছিলেন। ১৪ তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।
বাটলারের ব্যাটিং ঝড়-

শুভমান আউট হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ সময় জস বাটলার ওয়াশিংটন সুন্দরের জুটি বেঁধে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যান। তিনিও আজ ব্যাট হাতে ছন্দে ছিলেন। ৩৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন বাটলার। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয় ও ৩ টি চার। অন্যদিকে ওয়াশিংটন সুন্দরের ১৬ বলে ২১ রানের ওপর ভর করে গুজরাট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৪ রান সংগ্রহ করেছে। ম্যাচে হায়দ্রাবাদের হয়ে জয়দেব উনাদকটও ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন। ৪ ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট সংগ্রহ করেছেন জিশান আনসারি। এর সঙ্গেই ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন প্যাট কামিন্সও।