IPL 2025: আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরও একটি হাইভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচের প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। এর ফলে প্রথম ইনিংসে শুভমান গিল এবং সাই সুদর্শন ওপেনিং করতে আসেন। গিল ব্যাট হাতে ব্যর্থ হলেও জ্বলে ওঠেন সুদর্শন। তার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ২১৭ রান সংগ্রহ করলো গুজরাট টাইটান্স।
Also Read: ৬,৬,৬,৬,৬,৬…. চেন্নাইয়ের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করলেন প্রিয়ান্স আর্য, ৩৯ বলেই জুড়ে দিলেন শতরান !!
ব্যর্থ শুভমান গিল-

ঘরের মাঠে অনেক প্রত্যাশা নিয়ে আজ সাই সুদর্শনের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন শুভমান গিল। কিন্তু গুজরাটের অধিনায়ক ম্যাচের তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে ৩ বলে মাত্র ২ রান করে ফিরে যান। জোফ্রা আর্চার ঘন্টায় ১৪৭ কিমি বেগে দুরন্ত বলে সরাসরি উইকেট উড়িয়ে দিয়েছিলেন। এরপর সাই সুদর্শন জস বাটলারের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৪৭ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।
সাই সুদর্শনের দুরন্ত অর্ধশতরান-

দশম ওভারে অভিজ্ঞ মহেশ থিকসানার বোলিংয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাটলার। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬ রান। এরপর শাহরুখ খান ব্যাট করতে এসে দলকে ভরসা দেন। সাই সুদর্শনের তার সঙ্গে ৩৪ বলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। শাহরুখ খানের উইকেটটিও তুলে নেন থিকসানা। এই ব্যাটসম্যানের ব্যাট থেকে ২০ বলে ৩৬ রান আসে। অন্যদিকে সাই সুদর্শন একটি দুর্দান্ত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
কিন্তু ১৯ তম ওভারে তুষার দেশপান্ডের করা বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন এই তরুণ তারকা। ফলে ৫৩ বলে ৮২ রান করে সুদর্শন ড্রেসিংরুমে ফিরে যান। শেষে রাহুল তেওয়াটিয়ার ১২ বলে অপরাজিত ২৪ রানে ভর করে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে নেয়। রাজস্থান রয়্যালসের হয়ে দুটি করে উইকেট সংগ্রহ করেছেন তুষার দেশপান্ডে ও মহেশ থিকসানা। একটি করে উইকেট তুলে নিয়েছেন জোফ্রা আর্চার ও সন্দীপ শর্মা।