SRH vs GT: বাদ রশিদ খান, হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই ভারতীয় অলরাউন্ডার!! 1

IPL 2025: গুজরাট টাইটান্স (Gujarat Titans) এই বছর আইপিএলের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ১১ রানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে জয় তুলে নিয়ে নতুনভাবে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন শুভমান গিল। রবিবার হাইভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগে একাদশ নিয়ে আর‌ও একবার চিন্তাভাবনা শুরু করেছেন কর্মকর্তারা। তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan) বল হাতে এখনও জ্বলে উঠতে পারেননি। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন তিনি। ফলে দলের চিন্তা বাড়িয়েছেন এই আফগান তারকা।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

SRH vs GT: বাদ রশিদ খান, হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই ভারতীয় অলরাউন্ডার!! 2
Gujarat Titans | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম গুজরাট টাইটান্স (GT)

ম্যাচ নং- ১৯

তারিখ- ০৬/০৪/২০২৫

ভেন্যু- রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

Read More: আবারও শাস্তির মুখে দিগ্বেশ রাঠি, MI’র বিপক্ষে নিয়ম না মানায় দিতে হচ্ছে বিপুল পরিমাণ জরিমানা!!

রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

SRH vs GT: বাদ রশিদ খান, হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই ভারতীয় অলরাউন্ডার!! 3
Rajiv Gandhi International Stadium | Image: Getty Images

রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলে নিয়ে রেকর্ড তৈরি করে। এটাই এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ রান। তবে পেসাররা উইকেট সংগ্রহ করে এই মাঠে প্রথম দিকে প্রভাব বিস্তার করতে পারেন। এখনও পর্যন্ত আইপিএলে রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮০ ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩৫ বার প্রথম ইনিংসের ব্যাটিং করা দল এবং ৪৪ বার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। ফলে টস জয়ী অধিনায়ক ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন‌। অন্যদিকে হায়দ্রাবাদের এই স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান ১৬৫।

গুজরাট টাইটান্স একাদশের শক্তিশালী দিক-

SRH vs GT: বাদ রশিদ খান, হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই ভারতীয় অলরাউন্ডার!! 4
Mohammed Siraj | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন জস বাটলার (Jos Buttler)। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে ৩৯ বলে অপরাজিত ৭৩ রান সংগ্রহ করেন। হায়দ্রাবাদের ব্যাটিং পিচেও বাটলার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া সাই সুদর্শনও (Sai Sudarshan) ব্যাট হাতে ছন্দে রয়েছেন। অন্যদিকে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩ টি উইকেট তুলে নেন। ফলে পিচ থেকে কিছুটা সাহায্য পেলে বিধ্বংসী হয়ে উঠতে পারেন এই তারকা পেসার।

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-

SRH vs GT: বাদ রশিদ খান, হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই ভারতীয় অলরাউন্ডার!! 5
Gujarat Titans | Image: Getty Images

ওপেনার: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক)

মিডল অর্ডার: জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া

ফিনিশার: আরশাদ খান, ওয়াশিংটন সুন্দর

বোলার: সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ইশান্ত শর্মা

উইকেটকিপার: জস বাটলার

ইম্প্যাক্ট প্লেয়ার- শেরফান রাদারফোর্ড, রশিদ খান

Also Read: IPL 2025: আইপিএলে মাঝেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঈশান কিষাণের, এই কারণেই হারিয়েছেন ফর্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *