IPL 2025: গুজরাট টাইটান্স চলমান টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Gujarat Titans vs Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামবে। বুধবার এই হাইভোল্টেজ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া শুভমান গিল। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ১১ রানে হারলেও গুজরাট টাইটান্স দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ৩৬ রানে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তবে নিচের দিকে ব্যাট করতে নেমে রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। কাগিসো রাবাডার (Kagiso Rabada) পারফর্মেন্স নিয়েও গুজরাট টাইটান্সের কর্মকর্তারা চিন্তার মধ্যে রয়েছেন।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বনাম গুজরাট টাইটান্সের (GT)
ম্যাচ নং- ১৪
তারিখ- ০২/০৪/২০২৫
ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

আইপিএলের ইতিহাসে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটসম্যানরা বড়ো ইনিংস গড়তে সক্ষম হয়েছেন। এই মাঠের বাউন্ডারি অপেক্ষাকৃত ছোটো হওয়ায় সহজে রান সংগ্রহ করার বিষয়ে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। পিচও সাহায্য করে থাকে ব্যাটারদের। তবে এই পিচে প্রথম দিকে পেসাররা অতিরিক্ত সুইংয়ের মাধ্যমে উইকেট সংগ্রহ করে চাপ সৃষ্টি করতে পারেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলে প্রথম ইনিংসের গড় রান ১৬৭। অন্যদিকে এখনও পর্যন্ত এই মাঠে আইপিএলের ৯৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৪১ টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ৫০ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। ৫ টি ম্যাচ অমীমাংসিত থেকে গেছে।
গুজরাট টাইটান্স একাদশের শক্তিশালী দিক-

গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করতে নেমে তরুণ ব্যাটসম্যান সাই সুদর্শন (Sai Sudharsan) দুরন্ত ফর্মে আছেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪১ বলে ৭৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ৬৩ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেছেন। সাই সুদর্শন মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আবার মাঠে ফিরে ব্যাট হাতে এই তরুণ তারকা জ্বলে উঠতে পারেন। অন্যদিকে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) গুজরাটের হয়ে দুই ম্যাচে চারটি উইকেট সংগ্রহ করেছেন। নিজের পুরনো দল বেঙ্গালুরু বিপক্ষে এই তারকা পেসার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-

ওপেনার: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন
মিডল অর্ডার: জস বাটলার, শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান
ফিনিশার: ওয়াশিংটন সুন্দর, রশিদ খান
বোলার: সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
উইকেটকিপার: জস বাটলার
ইম্প্যাক্ট প্লেয়ার: ইশান্ত শর্মা/রাহুল তেওয়াটিয়া