IPL 2025: গুজরাট টাইটান্স (Gujarat Titans) চলতি আইপিএলে বর্তমানে দুরন্ত ফর্মে আছে। তারা ইতিমধ্যেই ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। শেষ ম্যাচে শুভমান গিলের (Shubman Gill) দল দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে পরাজিত করে। ফলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে সোমবার জয় তুলে নিয়ে ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে গুজরাট। একাদশকে শক্তিশালী করতে একাধিক পরিবর্তন করতে পারেন আশিষ নেহেরা (Ashish Nehra)। তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan) এখনও পর্যন্ত দলের হয়ে জ্বলে উঠতে পারেননি। ফলে তিনি বর্তমানে দলের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম গুজরাট টাইটান্স (GT)
ম্যাচ নং- ৩৯
তারিখ- ২১/০৪/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

সাম্প্রতিক সময়ে আইপিএলে ইডেন গার্ডেন্সের পিচে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে পারেন। আইপিএলের শেষ ম্যাচে এই স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ২৩৯ রান তাড়া করতে নেমে ৪ রানে হারের সম্মুখীন হয় আজিঙ্কা রাহানের দল। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের মোট ৯৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৪০ বার জয়লাভ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় পেয়েছে ৫৬ টি ম্যাচে।
গুজরাট টাইটান্স একাদশের শক্তিশালী দিক-

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে জস বাটলার (Jos Buttler) ৫৪ বলে অপরাজিত ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর সঙ্গেই গুজরাটের ওপেনার সাই সুদর্শন (Sai Sudarshan) ৭ ম্যাচে ৪ টি অর্ধশতরান করে বর্তমানে দুরন্ত ফর্মে আছেন। এই দুই ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেন। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) গুজরাটের হয়ে শেষ ম্যাচে ৪ ওভারে ৪১ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। নাইটদের বিপক্ষেও এই পেসার গুরুত্বপূর্ণ হতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-

ওপেনার: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক)
মিডল অর্ডার: জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর
ফিনিশার: শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান
বোলার: আরশাদ খান, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ
উইকেটকিপার: জস বাটলার
ইম্প্যাক্ট প্লেয়ার- ইশান্ত শর্মা/রশিদ খান