অধিনায়কত্ব হারাচ্ছেন ঋষভ পন্থ, এই মারকুটে তারকা মনে ধরেছে LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কার !! 1

IPL 2025: বদলা নেওয়ার সপ্তাহে আজ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস (MI vs LSG)। চলতি আইপিএলে এটি ছিল লখনৌ দলের পঞ্চম পরাজয়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টস আজ ২১৬ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে। ব্যাট হাতে আজকের ম্যাচেও ব্যার্থ হয়েছেন লখনৌ দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বড় রান তাড়া করতে এসে ২ বলে মাত্র ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। চলতি মৌসুমে পন্থের ব্যাট থেকে কেবলমাত্র একটি অর্ধ-শতরান দেখা গিয়েছিল। এই মৌসুমে পন্থ ১০ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েও মাত্র ১২.২২ গড়ে এবং ৯৮.২২ স্ট্রাইক রেটে ১১০ রান বানিয়েছেন।

মুম্বইয়ের বিরুদ্ধে আবার ব্যার্থ পন্থ

Ipl 2025
Rishabh Pant | Image: Twitter

চলতি মৌসুমে আইপিএল নিলামে ২৭ কোটিতে বিক্রি হয়েছিলেন ঋষভ পন্থ। এমনকি মৌসুম শুরুর আগে থেকেই পন্থের উপরে বেশ ভরসা জুগিয়েছিলেন গোয়েনকা। তবে একের পর এক ম্যাচ পরিসমাপ্তির পর পন্থের উপর থেকে ভরসা হারালেন তিনি। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ হারার পরে লখনৌ দলের ড্রেসিংরুমে হাজির হন সঞ্জীব গোয়েনকা। আর সেখানেই ঋষভ পান্থের (Rishabh Pant) ক্লাস নিতে শুরু করেন লখনৌ মালিক। সূত্রের খবর চলতি আইপিএলের মাঝপথেই অধিনায়ক বদলাতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। এবার দলের তারকা ব্যাটসম্যানের হাতেই দায়িত্ব তুলে দিতে চলেছেন দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সূত্রের খবর, লখনউ দলের বামহাতি পাওয়ার হিটার নিকোলাস পুরানকে (Nicholas Pooran) নতুন ক্যাপ্টেন করতে চলেছেন গোয়েঙ্কা। আগামী ম্যাচ থেকে বদলে যেতে পারে লখনৌয়ের অধিনায়ক।

Read More: IPL 2025: তুমুল বাগ্‌বিতণ্ডায় কোহলি-রাহুল, উত্তপ্ত হলো অরুণ জেটলি স্টেডিয়াম !!

উইন্ডিজ তারকা হচ্ছেন LSG দলের নতুন ক্যাপ্টেন

Ipl 2025
Nicholas Pooran | Image: Getty Images

এর আগেও পুরান লখনউ দলকে নেতৃত্ব দিয়েছেন পুরান। ২০২৪ সালের আইপিএলে কেএল রাহুলের অনুপস্থিতিতে একটি ম্যাচে নেতৃত্ব দেন পুরান এবং সেই ম্যাচে জয়লাভ করেছিল লখনউ দল। নিকোলাস পুরান সদ্য লখনউ দল মালিক সঞ্জীব গোয়েঙ্কার বেশ প্রসংশা করেছেন। মন্তব্য করে তিনি বলেন, “তিনি (সঞ্জীব গোয়েঙ্কা) ছেলেদের বেশ সমর্থন করেন। মাঠে তিনি ছেলেদের নিজেদের মত করেই খেলতে বলেছেন। মালিক পক্ষ ছেলেদের অনেক সুযোগ দিয়েছেন, তার প্রভাব আমরা মাঠে পেয়েছি, আমরা মাঠে ভালো প্রদর্শন দেখিয়েছি।” প্রসঙ্গত, এবারের আইপিএলে পুরানকে ২১ কোটিতে ধরে রেখেছিল লখনৌ সুপার জায়ান্টস। আর পন্থের টানা ব্যার্থতার পর পুরান দলের দায়িত্ব নিতে পারেন। তাছাড়া, পুরান এই মৌসুমে ব্যাট হাতে দুরন্ত ছন্দেও রয়েছেন। ১০ ইনিংসে ৪৪.৮৯ গড়ে ও ২০৩.০২ স্ট্রাইক রেটে ৪০৪ রান বানিয়েছেন ও সাথে ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন।

Read Also: IPL 2025: “চ্যাম্পিয়নের মত লাগছে…” দিল্লীকে হারিয়ে লীগ শীর্ষে বেঙ্গালুরু, নেটমাধ্যমে উচ্ছ্বাস সমর্থকদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *