Glenn Phillips: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে হাজির দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড আর প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখালো নিউজিল্যান্ড দলের তারকা ক্রিকেটাররা। ব্যাটিং স্বর্গ নামে পরিচিত লাহোরের এই স্টেডিয়ামে দেখা গেল রানের বৃষ্টি। কিউই দলের তারকা ক্রিকেটার গ্লেন ফিলিপস (Glenn Phillips) রানের বন্যা বইয়ে দিলেন। গতকাল, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ফিলিপস ছিলেন অপ্রতিরোধ্য। ম্যাচের কথা বলতে গেলে, সিরিজের প্রথম ম্যাচে হোস্ট পাকিস্তানকে ৭৮ রানে পরাস্ত করলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে এসে ৩৩০ রানের স্কোর করে ফেলে নিউজিল্যান্ড।
কঠিন সময়ে রান এসেছে ফিলিপসের ব্যাট থেকে। ফিলিপস আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করছেন। যদিও, বিগত বছরটিতে ব্যাট হাতে বেশিরভাগ ম্যাচেই হতাশ করেছিলেন কিউই ভক্তদের। তবে অবশেষে ফর্মে ফিরলেন তারকা এই খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফিলিপসের বাট থেকে গুরুত্বপূর্ণ রান দেখতে পাওয়া গেল। ১৩৫ রানে চার উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তারপরেই ব্যাটিং করতে আসেন ফিলিপস। মাত্র ৭৮ বলে ফিলিপস ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ওডিআই ফরম্যাটে এটিই তার প্রথম শতরান। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের আগ্রাসী রূপ দেখালেও ওডিআই বা টেস্ট ফরম্যাটে তিনি ছিলেন বিপক্ষ দলের জন্য ফ্রি উইকেট। তবে আজ পাকিস্তানি পেস আক্রমণকে একেবারে ধূলিস্বাদ করে দিলেন।
Read More: কটকে বাদ রোহিত শর্মা, শুভমান গিল করবেন ক্যাপ্টেনসি, ফিরেছেন কিং কোহলি, প্রকাশ্যে ভারতের একাদশ !!
শতরান জুড়ে দিলেন ফিলিপস
![৪,৪,৪,৬,৬,৬… পাকিস্তানি বোলিং আক্রমণকে পিটিয়ে ছাতু করলেন গ্লেন ফিলিপস, লাহোরে গড়লেন ইতিহাস !! 2 Glenn Phillips](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/396234-1024x683.jpg)
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পাকিস্তানের সামনে ৩৩১ রানের লক্ষ্য রাখে নিউজিল্যান্ড। রান তাড়া করতে এসে ২৫২ রানে শেষ হয়েছিল পাকিস্তানের ব্যাটিং। ব্যাট হাতে ফিলিপস (Glenn Phillips) তার প্রথম ওডিআই শতরান হাঁকাতে নিয়েছেন মাত্র ৭৬ বল। যৌথ ভাবে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে সবথেকে দ্রুত শতরান হাঁকানোর রেকর্ড গড়লেন ফিলিপস। ফিলিপস তার ইনিংসে বেশিরভাগ রান শাহীন শাহ আফ্রিদির বিরুদ্ধেই করেছেন। শাহীনের বিরুদ্ধে ৪৮ তম ওভারে ২টি ছক্কা হাঁকান ফিলিপস, এরপর শেষ ওভারে শাহীনের বলেই দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন ফিলিপস। ফিলিপসের ব্যাট থেকে ছয়টি চার ও সাতটি ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। তার এই দুরন্ত ইনিংসের জন্য তাকেই ম্যাচের সেরা হিসাবে নির্বাচিত করা হয়েছিল।