মাথায় হাত গুজরাত শিবিরে, LSG’এর বিরুদ্ধে মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার !! 1

IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি শুরু হতে না হতেই আবার একজন বিদেশি তারকাকে ছাড়াই মৌসুমে এগিয়ে যেতে হবে গুজরাত টাইটান্সকে (GT)। এবারের আইপিএলে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে গুজরাতকে। মৌসুমে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে গুজরাত। পয়েন্ট তালিকায় তারা শীর্ষে রয়েছে। আজ লখনৌয়ের বিরুদ্ধে তাদের ষষ্ঠ ম্যাচটি খেলতে চলেছে গুজরাত। আর আজকের মাছের আগে বড় ধাক্কা লাগলো গুজরাট টাইটান্স শিবিরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করতে নেমেছিলেন ফিলিপস। চলতি সময়ের একজন বিশ্ব মানের ফিল্ডার হলেন ফিলিপস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত একটি ফিল্ডিংয়ের নমুনা দেখান ফিলিপস এবং সেই ফিল্ডিং প্রয়াশের কারণে কুঁচকিতে চোট পান নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। গুজরাতের জার্সিতে আইপিএলে হাতেখড়ি হওয়ার আগেই ছিটকে গেলেন ফিলিলস। বাউন্ডারি আটকানোর সময় কুঁচকিতে চোট পান তিনি। আর এর ফলেই সম্পূর্ণ আইপিএল থেকে ছিটকে যেতে হলো ২৮ বছর বয়সী তারকা ক্রিকেটারকে।

Read More: IPL 2025, CSK vs KKR STATS REVIEW: চেপকে ভাঙলো CSK’এর গর্ব, নাইটদের কাছে ৮ উইকেটে পরাস্ত হতেই তৈরি হলো ৮ টি নয়া রেকর্ড !!

ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

Ipl 2025
Glenn Phillips | Image: Getty Images

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে গুজরাট টাইটান্স জানিয়েছে, “আমরা গ্লেনের দ্রুত আরোগ্য কামনা করছি।” শুধু ফিলিপস নন, এর আগে কেবলমাত্র দুই ম্যাচ খেলার পর ব্যাক্তিগত কারণের জন্য দেশে ফিরেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দুরন্ত ব্যাটিং ও ফিল্ডিংয়ের নমুনা দেখিয়েছিলেন ফিলিপস।  আইপিএল ২০২৫’এর (IPL 2025) নিলামে তিনি প্রথম রাউন্ডে কোনো ক্রেতার মন জয় করতে পারেননি ফিলিপস। শেষ পর্যন্ত, দ্বিতীয় দিনে ত্বরিত রাউন্ডে গুজরাট টাইটান্স তাকে ২ কোটি টাকায় দলে শামিল করেছিল।

যদিও এই মৌসুমে ফিলিপসকে দলে দেখতে পাওয়া যায়নি। তার বদলে গুজরাতের মিডিল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার ব্যাটসম্যান শেরফেন রাদারফোর্ডকে দেখতে পাওয়া যাচ্ছে। ফিলিপস আইপিএলের মঞ্চে এখনও তার প্রতিভা দেখাতে পারেননি। গত দুই মৌসুমে ফিলিপস সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অংশ ছিলেন। ৮টি আইপিএল ম্যাচে ফিলিপস ৯.২৯ গড়ে এবং ১১৮.১৯ স্ট্রাইক রেটে ৬৫ রান বানিয়েছেন।

Read Also: IPL 2025: “সবার আগে বিদায় নেবে…”পরপর ৫ ম্যাচে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লো CSK !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *