IPL 2025: আজ চেপক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings vs Punjab Kings) বিপক্ষে মাঠে নেমেছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে মহেন্দ্র সিং ধোনিকে আজকের ম্যাচে জয় তুলে নিতেই হবে। অন্যদিকে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে প্রবেশ করার জন্য শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলেছে পাঞ্জাব। আজ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এর সঙ্গেই তিনি দলের জন্য খারপ সংবাদ সামনে এনেছেন।
Read More: বৃথা গেলো শতরান, বয়স ভাঁড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ এই ক্রিকেট তারকা !!
আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল-

চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে আজ খুব বেশি পরিক্ষা-নিরিক্ষার মধ্যে দিয়ে না গেলেও গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও রাখেনি পাঞ্জাব (PBKS)। এই তারকা অলরাউন্ডারকে বাছাই না করার পিছনের আসাল কারণ জানিয়ে দেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নিজেই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “দুর্ভাগ্যবশত গ্লেন ম্যাক্সওয়েলে (Glenn Maxwell) আঙ্গুল ভেঙে গেছে। ফলে বাকি মরসুমের জন্য এই তারকা অলরাউন্ডারকে পাওয়া যাবে না। এখনও পর্যন্ত ম্যাক্সওয়েলের পরিবর্তে কোন ক্রিকেটারকে নেওয়া হবে তা বাছাই করা হয়নি।” উল্লেখ্য এই বছর আইপিএলের মেগা নিলামে ৪.২০ কোটি টাকার বিনিময়ে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল পাঞ্জাব।
অফ ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল-

এই বছর আইপিএলে এই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার পাঞ্জাব কিংসে (PBKS) ফিরে এসে নতুন করে যাত্রা শুরু করেছিল। কিন্তু কিছুতেই তিনি পুরোনো ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। চলতি টুর্নামেন্টে ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৪৮ রান। এর সঙ্গেই ৭ ম্যাচে মাত্র ৪ উইকেট সংগ্রহ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অন্যদিকে এইরকম তারকা অলরাউন্ডার দলকে ভরসা দিতে না পারলেও প্রথম ম্যাচেই গুজরাট টাইটান্সকে ১১ রানে পরাজিত করে যাত্রা শুরু করে শ্রেয়স আইয়ারের দল। তারপর লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে পাঞ্জাব (PBKS)। প্লে অফে প্রবেশের সঙ্গে সঙ্গে এই দলটি এই বছর ট্রফি জয় করতে পারে বলে অনেকেই মনে করছেন বিশেষজ্ঞরা।